রান্নাঘরের ধোঁয়া কেন বাড়িতে ঢুকেছে? প্রশ্ন তুলে বিশেষভাবে সক্ষম মহিলার গায়ে ঢেলে দেওয়া হল গরম ফ্যান...
আজকাল | ১৫ সেপ্টেম্বর ২০২৫
আজকাল ওয়েবডেস্ক: আর পাঁচটা দিনের মতো মগরাহাটের বাকিপুর এলাকায় বিশেষভাবে সক্ষম এক মহিলা রান্না করছিলেন। সেই সময় রান্নার ধোঁয়া যায় পাশে এক প্রতিবেশীর বাড়িতে। এরপর ওই বাড়ির লোক এসে ওই বিশেষভাবে সক্ষম মহিলার উপর চরম অত্যাচার করে বলে অভিযোগ।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে,প্রাথমিকভাবে ধোঁয়া যাওয়াকে কেন্দ্র করে ওই মহিলার সঙ্গে ঝামেলা শুরু করে প্রতিবেশী ব্যক্তিরা। এরপর প্রতিবেশী এক যুবক তাঁর গায়ে ভাতের গরম ফ্যান ঢেলে দেয় বলে অভিযোগ। যন্ত্রনা ও জ্বালায় ছটফট করতে থাকেন ওই মহিলা। বাঁচার জন্য তিনি চিৎকার শুরু করেন। চিৎকার শুনে ঘটনাস্থলে আসেন স্থানীয় এবং বিশেষভাবে সক্ষম ওই মহিলার পরিবারের সদস্যরা। ততক্ষণে গরম ফ্যানের যন্ত্রণায় তিনি মাটিতে রীতিমতো গড়াগড়ি দিচ্ছেন। তড়িঘড়ি তাঁকে চিকিৎসার জন্য মগরাহাট গ্রামীণ হাসপাতালে নিয়ে আসা হয়। কিন্তু মগরাহাট গ্রামীণ হাসপাতালে তাঁর শারীরিক অবস্থার অবনতি হওয়ার কারণে তাঁকে ডায়মন্ডহারবার জেলা হাসপাতালে স্থানান্তরিত করা হয়।
এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। রয়েছে উত্তেজনা। ঘটনার পর থেকে পলাতক অভিযুক্ত প্রতিবেশীরা। ইতিমধ্যেই সম্পূর্ণ ঘটনা নিয়ে তদন্ত শুরু করেছে মগরাহাট থানার পুলিশ। মগরাহাট থানার পুলিশ এবং স্থানীয় সূত্রে জানা গিয়েছে, নির্যাতিতা ওই বিশেষভাবে সক্ষম মহিলার নাম মমতাজ বিবি। প্রতিদিনের মতো তিনি রবিবার দুপুরবেলা রান্না করছিলেন। রান্না করার সময় রান্নার ধোঁয়া প্রতিবেশী যুবক রিয়াজউদ্দিন নস্করের বাড়ি যায়। এরপর তার স্ত্রী এবং তার মা ঘটনাস্থলে পৌঁছয় এবং প্রতিবেশী ওই প্রতিবন্ধী মহিলার সঙ্গে দুর্ব্যবহার করা শুরু করে। এরপর ভাতের ফ্যান মমতাজ বিবির গায়ে ঢেলে দেওয়া হয় বলে অভিযোগ। এই ঘটনায় গুরুতর অসুস্থ হয় মমতাজ বিবি। অন্যদিকে ঘটনার পর থেকে পলাতক রিয়াজুদ্দিনের পরিবার। অভিযুক্ত ওই পরিবারের সদস্যদের খোঁজে এলাকায় চলছে তল্লাশি।