• অসমে ভূমিকম্প, প্রভাব উত্তরবঙ্গের বিভিন্ন জেলায়
    বর্তমান | ১৫ সেপ্টেম্বর ২০২৫
  • কলকাতা, ১৪ সেপ্টেম্বর: রবিবার বিকেলে মাঝারি মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল অসম। যার রেশ এসে পড়ে বাংলাদেশ, নেপাল, মায়ানমার, চীনে। মৃদু কম্পন অনুভূত হয়েছে উত্তর-পূর্ব ভারতের মণিপুর ও অরুণাচল প্রদেশ এবং উত্তরবঙ্গের বেশ কয়েকটি জেলাতেও। প্রাথমিকভাবে অবশ্য কোনও প্রাণহানি বা সম্পত্তির ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। তবে বহু জায়গায় সাধারণ মানুষ ভয়ে রাস্তার বাইরে বেরিয়ে আসেন।

    জানা গিয়েছে, অসমের ধেকিয়াজুলি থেকে ১৬ কিমি দূরে এদিনের কম্পনের উৎসস্থল ছিল। ভূপৃষ্ঠের পাঁচ কিলোমিটার গভীরে। রিখটার স্কেলে এর মাত্রা নথিভুক্ত হয়েছে ৫.৮।

    ন্যাশনাল সেন্টার অব সিসমোলোজির দেওয়া তথ্য অনুযায়ী, কয়েক মিনিটের ব্যবধানে তিনবার কম্পন নথিভুক্ত হয়। প্রথম কম্পন অনুভূত হয় আসামের উদলগুড়িতে বিকেল ৪.৪১ মিনিটে। মাত্রা ছিল ৫.৮। এর পরে আরও দু’বার। একটি ৪.৫৮ মিনিটে, মাত্রা ৩.১ এবং অন্যটি বিকেল ৫.২১ মিনিটে সোনিতপুরে, মাত্রা ২.৯।
  • Link to this news (বর্তমান)