অশান্ত নেপালে আটকে পড়েছেন তুফানগঞ্জের অন্তত ২৫ জন পরিযায়ী শ্রমিক। বাড়ি ফিরে আসা তো দূরের কথা, এই মুহূর্তে তাঁরা যেখানে আশ্রয় নিয়েছেন, সেখান থেকেও বেরোনোর অনুমতি পাচ্ছেন না। ওই শ্রমিকদের মধ্যে অধিকাংশই তুফানগঞ্জের নাটাবাড়ি ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের হাপালমারা ও বসপাড়া গ্রামের বাসিন্দা। ভিডিও বার্তার মাধ্যমে তাঁরা নিজের দেশে ফেরার জন্য প্রশাসনের হস্তক্ষেপ দাবি করেছেন।
পরিবার সূত্রে খবর, দীর্ঘদিন ধরেই ওই যুবকরা পেটের টানে পরিযায়ী শ্রমিক হিসেবে নেপালে পাড়ি দিচ্ছেন। এবারও তাঁরা দলবদ্ধভাবে সেখানে গিয়েছিলেন। তাঁদের অনেকেরই ইচ্ছা ছিল, দুর্গাপুজোর আগে বাড়ি ফেরার। কিন্তু এর আগেই নেপালের রাজনৈতিক পরিস্থিতি হঠাৎ উত্তপ্ত হয়ে ওঠে। স্থানীয় গোষ্ঠীর তরফে বেশ কয়েকটি কারখানায় ঢুকে শ্রমিকদের মারধরও করা হয়েছে। পরিস্থিতির অবনতি হওয়ায় বন্ধ রয়েছে কাজ, মিলছে না পর্যাপ্ত খাবারও।
শ্রমিকদের পরিবারগুলির দাবি, তাঁদের ছেলেরা এখন কার্যত বন্দি অবস্থায় রয়েছেন। কোনওরকমে আশ্রয় নিয়ে রয়েছেন, কিন্তু নেই পর্যাপ্ত খাবার বা নিরাপত্তার আশ্বাস। একাধিক পরিবারের সদস্যরা বলেন, ‘প্রতিদিন ওদের কণ্ঠস্বর শুনে আমরা নিশ্চিন্ত থাকতাম। এখন ফোনের ওপারে আতঙ্কের সুর শুনে মন ভেঙে যাচ্ছে।’ নেপালে সরকার বদলের পরেও পরিস্থিতি এখনও অশান্ত। এরই মাঝে প্রিয়জনের খোঁজে তুফানগঞ্জের গ্রামগুলিতে বাড়ছে উৎকণ্ঠা।
স্থানীয় প্রশাসনের কাছে দ্রুত পদক্ষেপের আবেদন জানিয়েছেন শ্রমিকদের পরিবারের সদস্যরা। এই বিষয়ে তুফানগঞ্জ মহকুমা প্রশাসনের তরফে জানানো হয়েছে, ‘এই ধরনের কোনও খবর পেলে দ্রুত খোঁজ নিয়ে প্রয়োজনীয় পদক্ষেপ করা হবে। রাজ্য সরকারের সঙ্গে সমন্বয় রেখে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে।’ স্থানীয় বিধায়ক ও জেলা প্রশাসনের কাছেও সাহায্যের আর্জি জানিয়েছেন বাসিন্দারা।