রবিবার বিকেলে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল অসম ও উত্তরবঙ্গের বিস্তীর্ণ এলাকা। বিকেল ৪টে ৪১ মিনিটে আঘাত হানা এই ভূমিকম্পের মাত্রা রিখটার স্কেলে ৫.৯। ভূমিকম্পের উৎসস্থল ছিল অসমের গুয়াহাটি ও তেজপুরের মাঝামাঝি ঢেকিয়াজুলি। ভূপৃষ্ঠ থেকে প্রায় ১০ কিলোমিটার গভীরে এর উৎসস্থল বলে জানা গিয়েছে।
অসমে উৎপত্তি হওয়া এই ভূমিকম্পের ব্যাপক প্রভাব পড়েছে উত্তরবঙ্গ জুড়ে। এখানে তীব্রভাবে কম্পন অনুভূত হয়েছে। কোচবিহার, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, শিলিগুড়ি ও দার্জিলিঙের পাশাপাশি পাহাড়ি এলাকায়ও কম্পন স্পষ্টভাবে লক্ষ্য করা গিয়েছে। আতঙ্ক ছড়ায় দক্ষিণবঙ্গেও। কলকাতা-সহ একাধিক জেলায় মৃদু কম্পন অনুভূত হয়। এমনকি প্রতিবেশী বাংলাদেশ, নেপাল ও ভুটানের কিছু অংশেও কম্পন অনুভূত হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, কম্পন অনুভূত হতেই আতঙ্কিত হয়ে বাড়ি থেকে রাস্তায় বেরিয়ে পড়েন বহু মানুষ। বহু জায়গায় কয়েক সেকেন্ড ধরে বাড়ি, বহুতল, অফিস কেঁপে ওঠে। তবে এই ভূমিকম্পে এখনও পর্যন্ত কোনও ক্ষয়ক্ষতি বা প্রাণহানির খবর পাওয়া যায়নি।
গত সপ্তাহেই অসমের সোনিতপুরে রিখটার স্কেলে ৩.৫ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছিল। তার পর মাত্র কয়েক দিনের ব্যবধানে ফের ভূমিকম্পে কেঁপে উঠল অসম, উত্তরবঙ্গ ও সংলগ্ন এলাকা। বারবার ভূমিকম্পের জেরে সাধারণ মানুষের মধ্যেও আতঙ্ক বাড়ছে।