বেআইনি বেটিং অ্যাপ সংক্রান্ত কেলেঙ্কারিতে একের পর এক সেলেব্রিটির নাম উঠে আসছে। সূত্রের খবর, টলিউডের অভিনেতা অঙ্কুশ হাজরার পর এবার ইডি-র (এনফোর্সমেন্ট ডিরেক্টরেট) তলবের মুখে পড়লেন অভিনেত্রী তথা প্রাক্তন সাংসদ মিমি চক্রবর্তী। শোনা যাচ্ছে, বেটিং অ্যাপের প্রচারে যুক্ত থাকার অভিযোগে মিমিকে সমন পাঠিয়েছে কেন্দ্রীয় তদন্ত সংস্থা। সোমবার দিল্লিতে ইডি-র দপ্তরে হাজিরা দিতে বলা হয়েছে তাঁকে।
এই একই মামলায় বলিউড অভিনেত্রী উর্বশী রৌতেলাকেও জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হয়েছে। ইডি সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার দিল্লির অফিসে হাজিরা দিতে হবে উর্বশীকে। প্রসঙ্গত, এই বেটিং অ্যাপ কাণ্ডে এর আগেও একাধিক তারকা ইডি-র নজরে এসেছেন। প্রাক্তন ভারতীয় ক্রিকেটার সুরেশ রায়না ও শিখর ধাওয়ান সহ বেশ কয়েকজন বিশিষ্ট ব্যক্তিত্বকে আগেই জিজ্ঞাসাবাদ করা হয়েছে।
মাসখানেক আগে এই মামলায় ২৯ জনের বিরুদ্ধে মামলা রুজু করেছে ইডি। সেই তালিকায় রয়েছেন দক্ষিণী অভিনেতা রাণা দুগ্গুবাতী, কপিল শর্মা, বিজয় দেবরকোন্ডা প্রমুখ। অভিযোগ, এই বেটিং অ্যাপগুলি অবৈধভাবে কোটি কোটি টাকা উপার্জন করেছে এবং হাওয়ালা চ্যানেলের মাধ্যমে সেই অর্থ অন্যত্র সরানো হয়েছে।
যাঁরা এই অ্যাপগুলির হয়ে প্রচার করেছেন, তাঁদের আর্থিক লাভ হয়েছে বলেও ইডি সূত্রে সন্দেহ প্রকাশ করা হয়েছে। এবার অঙ্কুশ ও মিমির তলবের মধ্য দিয়ে প্রশ্ন উঠছে, টলিউডেও কি ক্রমশ ছড়িয়ে পড়ছে এই বেআইনি আর্থিক কারবারের জাল? তদন্তের অগ্রগতিই বলবে এই কাণ্ডে আর কে কে নাম উঠে আসে।