• পাকিস্তান নয়, ভার‍ত-পাক ম্যাচে টিভি ভাঙল মুম্বইতে! শিব সেনার অভিনব প্রতিবাদের ভিডিও ভাইরাল
    প্রতিদিন | ১৫ সেপ্টেম্বর ২০২৫
  • সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভারতের কাছে হারলে পাকিস্তানে নাকি হাজারে হাজারে টিভি ভাঙে! দীর্ঘদিন এমন টিপ্পনী চলে আসছে ক্রিকেটমহলে। কিন্তু এবার ম্যাচ শুরুর আগেই ভারতে ভেঙে চুরমার হল টিভি! সেই ভিডিও ভাইরাল হয়েছে নেটদুনিয়ায়। টিভি আছড়ে ফেলার পর ভাঙা টুকরোর উপরে উঠে লাফাতেও দেখা গিয়েছে অনেককে।

    পহেলগাঁও হামলার জেরে পাকিস্তানের সঙ্গে সমস্ত ক্রিকেটীয় সম্পর্ক শেষ করার দাবি উঠেছে। এশিয়া কাপে বা আর কোনও বহুদলীয় টুর্নামেন্টেও যাতে কোনওভাবে পাকিস্তানের মুখোমুখি না হতে হয়, সেটাও নিশ্চিত করার দাবি উঠেছে। এর মধ্যে পাকিস্তানও ভারতে নিজেদের হকি দল পাঠায়নি। বিতর্কের আবহে লেজেন্ডস লিগে ইরফান পাঠান, হরভজন সিংরা পাকিস্তানের কিংবদন্তিদের বিরুদ্ধে মাঠে নামতে রাজি হননি। তবে সেসব উপেক্ষা করেই এশিয়া কাপে পাকিস্তানের বিরুদ্ধে দল নামাতে চলেছে বিসিসিআই।

    প্রথম থেকেই বোর্ডের সিদ্ধান্তের তুমুল বিরোধিতা করেছেন উদ্ধব ঠাকরে। সাড়ে ৩ দশক আগে বালাসাহেব ঠাকরে ভারত-পাক ম্যাচ ভণ্ডুল করার জন্য ওয়াংখেড়ে স্টেডিয়ামে ঢুকে পিচ খুঁড়ে দিয়ে আসেন। গত সাড়ে ৩ দশকে একাধিকবার ভারত-পাক ক্রিকেট ম্যাচের বিরোধিতায় সরব হয়েছে অবিভক্ত শিব সেনা। উদ্ধব জানিয়েছেন, রাস্তায় নেমে ওই ম্যাচ রুখতে প্রতিবাদ জানাবেন। এবার উদ্ধব সেনার মুখপাত্র আনন্দ দুবে অভিনব প্রতিবাদ করলেন। ভারত-পাক ম্যাচের ঠিক আগে টিভি ভেঙে ফেললেন তিনি।

    ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে, মুম্বইয়ে আনন্দ টিভি ভাঙছেন ক্রিকেট ব্যাট দিয়ে। সঙ্গে স্লোগান, ক্রিকেটের বিরোধী নন তাঁরা। কিন্তু পাকিস্তানকে হুঁশিয়ারি দিতে হবে। ‘ভারত মাতা কি জয়’ বলে টিভি ভাঙেন আনন্দ ও তাঁর সঙ্গীরা। আনন্দ আরও জানান, ভারত-পাক ম্যাচ দেখবেন না তিনি। ম্যাচের সরাসরি সম্প্রচার বন্ধের পক্ষেও সুর চড়ান আনন্দ। কেবল উদ্ধব সেনার মুখপাত্র নন, একাধিক হিন্দুত্ববাদী সংগঠনও টিভি ভেঙে ভারত-পাক ম্যাচের প্রতিবাদ জানিয়েছে।
  • Link to this news (প্রতিদিন)