• দুই সন্তানকে খুন করে আত্মহত্যার চেষ্টা দম্পতির! প্রাণে বেঁচে পুলিশ হেফাজতে স্ত্রী
    প্রতিদিন | ১৫ সেপ্টেম্বর ২০২৫
  • সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দুই সন্তানকে শ্বাসরোধ করে খুন করে আত্মহত্যার চেষ্টা দম্পতির। তবে স্বামীর মৃত্যু হলেও প্রাণে বেঁচে গেলেন স্ত্রী। চাঞ্চল্যকর এই ঘটনা ঘটেছে কর্নাটকের বেঙ্গালুরুর গোনাকানাহল্লি গ্রামে। সন্তানকে হত্যা ও আত্মহত্যার চেষ্টার অপরাধে মহিলাকে গ্রেপ্তার করে হেফাজতে নিয়েছে পুলিশ।

    জানা গিয়েছে, মৃত যুবকের নাম শিবু ও তাঁর স্ত্রী মঞ্জুলা। দাম্পত্য জীবনে নিত্য অশান্তি চলত দুজনের মধ্যে। সেই অশান্তির জেরেই ওই দম্পতি নিজেদের ৭ ও ১১ বছর বয়সি দুই সন্তানকে হত্যা করে। তাদের গলা টিপে খুন করার পর মৃত্যু নিশ্চিত করতে জলের মধ্যে মাথা চুবিয়ে রাখেন। এরপর গলায় দড়ি দিয়ে আত্মঘাতী হন যুবক। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, কয়েক বছর আগে এক দুর্ঘটনার পর বাড়িতেই থাকতেন যুবক। অভাব অনটনের পাশাপাশি স্ত্রীর অন্য কারও সঙ্গে সম্পর্ক রয়েছে বলে সন্দেহ ছিল তাঁর। যার জেরেই অশান্তি চরম আকার নেয় দুজনের।

    পুলিশ সূত্রে জানা গিয়েছে, ঘটনার দিন দুপুরে প্রচুর পরিমাণে মদ খান ওই দম্পতি। এরপর প্রথমে ১১ বছরের মেয়ে ও ৭ বছরের ছেলেকে খুন করেন। মহিলার দাবি অনুযায়ী, দুইজনকে খুনের পর মহিলা গলায় দড়ি দিতে যান। তবে তাঁকে বাধা দিয়ে যুবক দোকান থেকে কিছু খাবার কিনে আনার কথা বলেন। সেইমতো মহিলা দোকান থেকে ফিরে আসার পর দেখেন যুবক আত্মঘাতী হয়েছেন। মহিলা আত্মঘাতী হওয়ার আগে শেষবারের মতো নিজের বাবার সঙ্গে কথা বলার ইচ্ছে হয়। বাবার ফোনে করার চেষ্টা করলে কোনওভাবে তা সম্ভব হয়নি। এই অবস্থায় প্রতিবেশীর বাড়ি গিয়ে তাঁদের ফোন থেকে বাবাকে ফোনের চেষ্টা করেন। তখনই জানাজানি হয় গোটা ঘটনা।

    প্রতিবেশীরাই গোটা ঘটনার কথা পুলিশকে জানায়। খবর পেয়ে ঘটনাস্থলে এসে মহিলাকে গ্রেপ্তার করে পুলিশ। পাশাপাশি ৩টি মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। মহিলার বয়ান সত্য কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।
  • Link to this news (প্রতিদিন)