সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এক রাজকীয় পরিবেশ। সেই ঐতিহ্য। সেই ঐশ্বর্য। এক ভুলে যাওয়া সময়ের দলিল যেন পড়ে আছে পূর্ব মেদিনীপুরের মহিষাদলে। এবার সেটাই ফুটে উঠতে চলেছে দিল্লির দুর্গাপুজো সমিতি চিত্তরঞ্জন দুর্গা উৎসবে। ষোড়শ শতাব্দীর এই প্রাসাদটি বহু ইতিহাসের সাক্ষী। একদিকে রাজকীয় অতীত, অন্যদিকে আধ্যাত্মিক ভক্তির চিরন্তন সাক্ষী মহিষাদল রাজবাড়ি। এই বাড়িকে ঘিরে রয়েছে একাধিক ইতিহাস। তৎকালীন রাজা-রানির হাতে শুরু দুর্গাপুজোকে ঘিরে জনসমাগম ঘটত সেখানে। যদিও সময়ের সঙ্গে রাজবাড়িতে এসেছে বদল! এখন আর রাজার শাসন নেই।
কিন্তু এখনও আছে শঙ্খ, ঢাকের বোল এবং রাজকীয় আচার-অনুষ্ঠানের প্রতিধ্বনি। এবার সেই একটুকরো মহিষাদল রাজবাড়ি ফুটে উঠবে দুর্গাপুজো সমিতি চিত্তরঞ্জন পার্কের পুজোয়। ভিনরাজ্যের বাঙালিদের কাছে এই পুজো আবেগের। শুধু বাঙালি নয়, এই পুজোকে ঘিরে বিভিন্ন সম্প্রদায়ের মানুষের সমন্বয় ঘটে।
পুজোর পাশাপাশি প্রত্যেকদিনই চলে বিভিন্ন অনুষ্ঠান। এর সঙ্গে তো রয়েছেই পেটপুজো! খাওয়া দাওয়া ছাড়া কি আর চারটে দিন জমে। এবার এই পুজো ৫০তম বছরে পড়ল। ফলে চমক তো থাকবেই! আর সেই কারণেই এবার মেদিনীপুরের মহিষাদল রাজবাড়িকে রাজধানীতে তুলে ধরার সিদ্ধান্ত পুজো উদ্যোক্তাদের।