সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রাস্তার ধার থেকে উদ্ধার হল এক অজ্ঞাতপরিচয় মহিলার মৃতদেহ। রবিবার ওই মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়াল দক্ষিণ ২৪ পরগনার বাসন্তীতে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।
দক্ষিণ ২৪ পরগনার চৌবাগা এলাকার উপর দিয়ে গিয়েছে বাসন্তী হাইওয়ে। হাইওয়ের দু’পাশে অনেক জায়গাতেই ঘন ঝোপ আছে। আজ, রবিবার বেলায় ওই ঝোপের মধ্যেই এক মহিলার মৃতদেহ পড়ে থাকতে দেখা যায়। স্থানীয়রা ওই মৃতদেহ দেখে খবর দেয় পুলিশে। পুলিশ গিয়ে ওই মৃতদেহ উদ্ধার করে। জানা গিয়েছে, ওই মহিলার পরনের পোশাক অবিন্যস্ত ছিল। শরীরের একাধিক জায়গায় কাঁটাছেঁড়ার চিহ্ন রয়েছে।
প্রাথমিকভাবে জানা গিয়েছে, ওই মহিলা স্থানীয় নন। কীভাবে ওই ঝোপের মধ্যে এল ওই মৃতদেহ? তাঁকে কি অন্য কোথাও খুন করে সেখানে দেহ ফেলে যাওয়া হয়েছে? পোশাক অবিন্যস্ত অবস্থায় পাওয়া গিয়েছে। তাহলে কি ধর্ষণ করা হয়েছিল তাঁকে? নাকি হাইওয়েতে পথ দুর্ঘটনার কারণে মৃত্যু? একাধিক প্রশ্ন ইতিমধ্যেই উঠেছে। পুলিশ সেসব প্রশ্নের উত্তর খুঁজছে। মহিলার পরিচয় জানার জন্য বিভিন্ন এলাকায় খোঁজখবর শুরু করেছেন তদন্তকারীরা। মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ঘটনা জানাজানি হতে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।