• শ্বাসনালি কেটে বধূকে খুন, দানা বাঁধছে রহস্য, নজরে উদ্ধার হওয়া মোবাইল
    এই সময় | ১৫ সেপ্টেম্বর ২০২৫
  • তুফানগঞ্জে ধারালো অস্ত্র দিয়ে গলা কেটে এক বধূকে খুন করার অভিযোগ উঠেছে। মৃতের নাম মঙ্গলী অধিকারী (২২)। ঘটনাটি ঘটেছে তুফানগঞ্জ মহকুমার ধলপল ১ গ্রাম পঞ্চায়েতের দক্ষিণ ধলপল গ্রামে। পুলিশ সূত্রের খবর, রবিবার রাত সাড়ে ৮টা নাগাদ হঠাৎই চিৎকার শুনে প্রতিবেশী ও আত্মীয়-স্বজনরা ছুটে আসেন। তাঁরা মঙ্গলীর বাড়িতে এসে তাঁকে রক্তাক্ত অবস্থায় মাটিতে পড়ে থাকতে দেখেন। খবর পেয়ে তুফানগঞ্জ থানার বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে আসে। পুলিশ দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

    স্থানীয় সূত্রের খবর, মঙ্গলী অসমের বিজনির বাসিন্দা। চার বছর আগে তুফানগঞ্জের ধলপল গ্রামের বাসিন্দা সুকান্ত রায়ের সঙ্গে তাঁর প্রেম করে বিয়ে হয়। তাঁদের কোনও সন্তান ছিল না। মঙ্গলী ও সুকান্তের পাশের বাড়িতেই তাঁর শাশুড়ি ও শ্বশুর, ভাশুর ও তাঁর পরিবার থাকে।

    পুলিশ সূত্রের খবর, রবিবার বিকেলে মঙ্গলী বাড়িতে একাই ছিলেন। রাত সাড়ে ৮টা নাগাদ হঠাৎই প্রতিবেশী এবং আত্মীয়-স্বজনরা মঙ্গলীর বাড়ি থেকে চিৎকার শুনতে পান। তাঁরা সঙ্গে সঙ্গে ছুটে এসে দেখেন মঙ্গলী রক্তাক্ত অবস্থায় মাটিতে পড়ে রয়েছেন। এর পরে স্থানীয়রাই পুলিশে খবর দেন।

    মঙ্গলীর শ্বশুর নিশিকান্ত রায় বলেছেন, ‘কী ভাবে কী হয়ে গেল, কিছুই বুঝতে পারছি না। সেই সময়ে বাড়িতে কেউ ছিল না। প্রেম করে ওদের বিয়ে হয়েছিল।’ তুফানগঞ্জের এসডিপিও মনোজ কুমার বলেছেন, ‘গোটা ঘটনার তদন্ত শুরু হয়েছে। মঙ্গলীর পাশ থেকে একটি মোবাইল ফোন উদ্ধার হয়েছে।’ তবে কে বা কারা মঙ্গলীকে খুন করল তা এখনও পর্যন্ত জানা যায়নি বলে জানিয়েছে পুলিশ।

  • Link to this news (এই সময়)