লখনউ: ফের বিমান যাত্রায় বিভ্রাট। টেকঅফের ঠিক আগেই ধরা পড়ল বিমানের যান্ত্রিক ত্রুটি। শনিবার এর জেরে বাতিল হল লখনউ থেকে দিল্লিগামী ইন্ডিগোর বিমান। এই ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েন যাত্রীরা। জানা গিয়েছে, এই বিমানেই ছিলেন সমাজবাদী পার্টির সাংসদ তথা অখিলেশ যাদবের স্ত্রী ডিম্পল যাদব।
এদিন সকাল ১১টার দিকে ঘটনাটি ঘটে। বিমানটি তখন লখনউয়ের চৌধুরী চরণ সিং আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়েতে। হঠাৎ যান্ত্রিক ত্রুটি লক্ষ্য করেন পাইলট। কোনওরকম ঝুঁকি না নিয়ে উড়ান বাতিল করে দেন তিনি। প্রত্যক্ষদর্শীদের কথায়, একটু এদিক-ওদিক হলেই বড়সড় দুর্ঘটনা ঘটে যেত। উড়ান বাতিলের জেরে যাত্রীদের মধ্যে চরম অসন্তোষ দেখা দেয়। যদিও পরে বিমান সংস্থার তরফে তাঁদের জন্য বিকল্প ব্যবস্থা করা হয়েছে।