• পালামৌতে এনকাউন্টারে হত কুখ্যাত মাওবাদী মুখদেব যাদব, মাথার দাম ছিল ৫ লক্ষ
    বর্তমান | ১৫ সেপ্টেম্বর ২০২৫
  • রাঁচি: দিন কয়েক আগেই মাওবাদী হামলায় প্রাণ গিয়েছিল দুই জওয়ানের। এবার বদলা নিল ঝাড়খণ্ড পুলিশ ও নিরাপত্তাবাহিনী। রবিবার ভোরে পালামৌতে নিরাপত্তাবাহিনীর গুলিতে মৃত্যু হল কুখ্যাত মাওবাদী মুখদেব যাদবের। নিষিদ্ধ মাওবাদী সংগঠন তৃতীয়া সম্মেলন প্রস্তুতি কমিটি (টিএসপিসি)-র সদস্য ছিলেন তিনি। মুখদেবের মাথার দাম ছিল ৫ লক্ষ টাকা। 

    ৩ সেপেটম্বর পালামৌর মানাতু জঙ্গলে টিএসপিসি ও নিরাপত্তা বাহিনীর গুলির লড়াই চলে। তাতে প্রাণ হারান দুই জওয়ান। এরপর থেকেই জঙ্গলজুড়ে তল্লাশি চলছিল। ৫ সেপ্টেম্বর ফের দু’পক্ষের গুলির লড়াই হয়। সূত্রে খবর, ওইদিন নেতৃত্ব দিয়েছিলেন মুখদেব। এদিন ভোররাতে মাওবাদীদের উপস্থিতির খবর পেয়ে গোটা জঙ্গল চারদিক থেকে ঘিরে ফেলে পালামৌ পুলিশ, ঝাড়খণ্ড জাগুয়ার ও কোবরা ব্যাটেলিয়ন। জওয়ানদের গতিবিধির খবর পেয়ে গুলি চালায় মাওবাদীরা। পালটা জবাব দেয় নিরাপত্তাবাহিনীও। আর তাতেই প্রাণ হারান মুখদেব। পালামৌর এসপি রিশমা রমেশন জানিয়েছেন, ইতিমধ্যেই ওই মাওবাদীর দেহ উদ্ধার করা হয়েছে। ঘটনাস্থল থেকে একটি আগ্নেয়াস্ত্র বাজেয়াপ্ত করা হয়েছে।
  • Link to this news (বর্তমান)