‘ভোট চুরি’র অভিযোগ নিয়ে তদন্ত চান প্রাক্তন মুখ্য নির্বাচন কমিশনার, রাহুলের কাছে হলফনামা চাওয়া অনুচিত
বর্তমান | ১৫ সেপ্টেম্বর ২০২৫
নয়াদিল্লি: ‘ভোট চুরি’র অভিযোগ তুলে সরব লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। বিষয়টি নিয়ে পাল্টা চিত্কার চেঁচামেচি না করে তদন্তের নির্দেশ দিক নির্বাচন কমিশন। রবিবার এমনই দাবি করলেন প্রাক্তন মুখ্য নির্বাচন কমিশনার (সিইসি) এস ওয়াই কুরেশি। তিনি বলেছেন, রাহুলের অভিযোগের জবাবে কমিশন যে ভাষা ব্যবহার করছে তা অত্যন্ত আপত্তিকর।
বিহারে হঠাত্ ভোটার তালিকার স্পেশাল ইন্টেনসিভ রিভিশন (এসআইআর) নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি। কুরেশির মতে, এসআইআর করে নির্বাচন কমিশন শুধু ‘প্যান্ডোরার বাক্স’ খোলেনি, ‘বোলতার চাকে’ও হাত দিয়ে ফেলেছে। ২০১০ থেকে ২০১২ সাল পর্যন্ত সিইসি’র দায়িত্ব সামলেছেন কুরেশি। সাম্প্রতিক সময়ে মহারাষ্ট্র সহ বিভিন্ন রাজ্যে ভোট চুরির অভিযোগ তুলেছে কংগ্রেস সহ বিরোধী দলগুলি। বিজেপিকে সুবিধা পাইয়ে দিতেই বিহারে এসআইআর করা হয়েছে বলেও অভিযোগ তাদের।
এদিন নিজের নতুন গ্রন্থ প্রকাশ অনুষ্ঠানে কুরেশি বলেন, ‘কমিশনের আত্মসমালোচনা করা উচিত। সিদ্ধান্তকে প্রভাবিত করতে পারে এমন সমস্ত শক্তি ও চাপের বিরুদ্ধে দাঁড়ানোর দায়িত্ব কমিশনেরই।’ তাঁর মন্তব্য, ‘কমিশনকে জনগণের আস্থা অর্জন করতে হবে। বিরোধী দলগুলির আস্থা অর্জন করতে হবে। আমি সবসময় বিরোধী দলগুলিকে অগ্রাধিকার দিয়ে এসেছি।’ তিনি জানান, ক্ষমতাসীন দলকে বিরোধীদের মতো প্রশ্রয় দেওয়ার প্রয়োজন নেই, কারণ বিরোধীরা ক্ষমতায় নেই।
কুরেশি আরও বলেছেন, রাহুল বিরোধী দলনেতা। কোটি কোটি মানুষের প্রতিনিধি। তাই তাঁকে অভিযোগের জন্য কমিশনের হলফনামার দাবি একেবারেই সঠিক নয়। অভিযোগের তদন্ত করে নিরপেক্ষতার প্রমাণ দেওয়ার সুযোগ কমিশনের হাতছাড়া করা উচিত নয়।