গুয়াহাটি: ‘আমি মহাদেবের ভক্ত। নীলকণ্ঠের মতো ওদের সমস্ত হেনস্তার গরল পান করে নেব।’ রবিবার অসমের সভামঞ্চ থেকে কংগ্রেসকে এভাবেই আক্রমণ শানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সম্প্রতি বিহারে কংগ্রেস-আরজেডির ভোটার অধিকার যাত্রার মঞ্চ থেকে প্রধানমন্ত্রীর প্রয়াত মাকে কুরুচকির মন্তব্য করার অভিযোগ ওঠে। অভিযুক্ত যুবককে গ্রেপ্তার করা হয়েছে। পরে বিহারের একটি অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে এই ঘটনা নিয়ে আবেগপূর্ণ গলায় মোদি বলেন, আমি হয়তো কংগ্রেস-আরজেডিকে ক্ষমা করে দেব। কিন্তু বিহারের মানুষ তাদের কখনও ক্ষমা করবেন না। পরে মোদি ও তাঁর মাকে নিয়ে একটি এআই ভিডিও পোস্ট করেছিল বিহার প্রদেশ কংগ্রেস। এর প্রতিবাদে সরব বিজেপি। এবার এদিন অসমের সভামঞ্চ থেকে তাঁর কটাক্ষ, ‘আমি জানি কংগ্রেসের সবাই আমায় নিশানা করবে। ওরা বলবে মোদি আবার কাঁদছে। আসলে আমজনতাই আমার ঈশ্বর। আমি যদি তাদের কাছে নিজের কষ্ট না তুলে ধরি, তাহলে আর কোথায় যাব? জনতাই আমার প্রভু, আমার দেবতা। মাথায় রাখবেন আমি শিবের ভক্ত। নীলকণ্ঠের মতোই এই সব হেনস্তার বিষ পান করব।’ মনমোহন সিং ও সোনিয়া গান্ধীর প্রসঙ্গ টেনে মোদির খোঁচা - শুধু একটা কথাই বলতে চাই, জনতাই আমার রিমোট কন্ট্রোল। আমার আর কোনও রিমোট কন্ট্রোল নেই।