• পাক জঙ্গিদের সমর্থক কংগ্রেস: মোদি
    বর্তমান | ১৫ সেপ্টেম্বর ২০২৫
  • গুয়াহাটি: ছাব্বিশে অসম বিধানসভার ভোট। নির্বাচনকে পাখির চোখ করেই ময়দানে নামলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। হাতিয়ার অপারেশন সিন্দুর ও অনুপ্রবেশ ইস্যু। রবিবার চেনা ছকে কংগ্রেসকে আক্রমণ শানালেন তিনি। অসমের দারাঙের সভামঞ্চ থেকে মোদি বলেন, ‘ভারতীয় সেনার পরিবর্তে পাকিস্তানের জঙ্গিদের সমর্থন করে কংগ্রেস। এরা দেশে অনুপ্রবেশকারীদেরও সুরক্ষা দেওয়ার চেষ্টা করে।’

    মণিপুর সফর শেষে এদিন অসমে পৌঁছেছেন প্রধানমন্ত্রী। তারপরই একের পর এক ইস্যুতে কংগ্রেসকে কার্যত তুলোধনা করেন। মোদির কথায়, ‘মা কামাখ‌্যার আশীর্বাদে অপারশেন সিন্দুর সফল হয়েছে। পাকিস্তানে ঢুকে জঙ্গিদের আস্তানা গুঁড়িয়ে দিয়েছে ভারতীয় সেনা। গোটা দেশ যখন প্রশংসায় পঞ্চমুখ। তখন সেনাকে সমর্থনের বদলে অনুপ্রবেশকারী ও দেশবিরোধী শক্তিগুলিকে সুরক্ষা দিতে ব্যস্ত কংগ্রেস। ১৯৬২ সালে চীনা আগ্রাসনের সময় জওহরলাল নেহরু অসমকে যে ক্ষত দিয়েছিলেন, তা এখনও সারেনি। তবে মাথায় রাখবেন, অনুপ্রবেশকারীদের জমি দখল ও জনবিন্যাস নষ্ট করার ষড়যন্ত্র সফল হতে দেবে না বিজেপি।’

    বিরোধীদের অভিযোগ, অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা চড়া দাগের মেরুকরণকেই হাতিয়ার করেছেন। যদিও সিএএ নিয়ে অস্বস্তির মুখে পড়তে হয়েছে অসম বিজেপিকে। এই পরিস্থিতিতে অনুপ্রবেশের ইস্যুতে সরব হলেন মোদি। বিহারের মতো অসমেও জনবিন্যাস বদল রুখতে মোদি ‘ডেমোগ্রাফি মিশনে’র প্রসঙ্গ তুলেছেন। তিনি বলেছেন, যারা অনুপ্রবেশকারীদের আশ্রয় দেবে, তাদের মূল্য চোকাতেই হবে। অনুপ্রবেশকারী ঢুকিয়ে জনবিন্যাস নষ্ট করার এই চক্রান্তকে শেষ করতেই ‘ডেমোগ্রাফি মিশন’ আনতে চলেছে সরকার। তাই কংগ্রেসের সব ষড়যন্ত্রের জবাব দেবে অসমের মানুষ। এদিনের সভা থেকে কংগ্রেস শাসনে অসমে কাজের খতিয়ান তুলে ধরেও একহাত নেন তিনি।
  • Link to this news (বর্তমান)