ভোপাল: মধ্যপ্রদেশের কারিয়া গ্রামে বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী মোহন যাদব। কোথায় কত ফসল নষ্ট হয়েছে, তাও খতিয়ে দেখছিলেন। মুখ্যমন্ত্রীকে কাছে পেয়ে ঘিরে ধরে আমজনতা। একের পর এক দাবি জানাতে থাকে ক্ষতিগ্রস্তরা। আর এই বিশৃঙ্খল পরিস্থিতির জেরেই মেজাজ হারালেন মুখ্যমন্ত্রী। রীতিমতো ক্ষোভ উগরে দিলেন তিনি। ধমক দিয়ে বলেন—পুলিশ সুপার কোথায়? আমাকেই কি সব ব্যবস্থা করতে হবে? জনসমক্ষে মুখ্যমন্ত্রীর এহেন আচরণে রাজ্যজুড়ে সাড়া পড়ে গিয়েছে। কংগ্রেসের কটাক্ষ, এটাই রাজ্যের আসল পরিস্থিতি। জনগণকে পরিষেবা দিতে পারছে না এই সরকার। জনরোষ চাপা দিতে আধিকারিকদের ধমকে-চমকে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করছে।
এদিন মুখ্যমন্ত্রী পৌঁছানোর পর কিছুতেই ভিড় নিয়ন্ত্রণ করা যাচ্ছিল না। তাতেই রেগে যান তিনি। জিজ্ঞাসা করেন, ‘এসপি কোথায়?’ এগিয়ে আসেন রতলামের পুলিশ সুপার অমিত কুমার। তাঁকে দেখেই ধমক দিতে শুরু করেন মুখ্যমন্ত্রী। বলেন, ‘এখানে এত বিশৃঙ্খলা কেন? আমিই কি সব ব্যবস্থা করব?’ জবাবে মাথা নেড়ে এসপি বারবার বলতে থাকেন, ‘আমি দেখছি স্যার।’ আর এই ভিডিও ভাইরাল হতেই নিন্দার ঝড় উঠেছে। কংগ্রেস নেতা জিতু পাটওয়ারি বলেন, ছবি, রিলস, ভিডিও তোলার জন্য এই ধরনের পরিদর্শনে যান মুখ্যমন্ত্রী। কিন্তু বাস্তবের চিত্রটা আলাদা।