ইম্ফল: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সফরের পরদিন উত্তেজনা মণিপুরের চূড়াচাঁদপুরে। সফরের আগে সভাস্থলের কাছে কাটআউট, ব্যানার নষ্টের ঘটনায় ধৃতদের মুক্তির দাবিতে উত্তেজনা ছড়াল। এই ঘটনায় ধৃত দুই যুবকের মুক্তির দাবিতে চূড়াচাঁদপুর থানায় বিক্ষোভ প্রদর্শন করা হয়। আর তা ঘিরেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘাতে জড়িয়ে পড়ে উত্তেজিত জনতা। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিস। রাজ্যে জাতি হিংসা শুরুর দীর্ঘ ২৭ মাস পরে শনিবার মণিপুর সফরে আসেন প্রধানমন্ত্রী। এতদিন উত্তর-পূর্বের এই রাজ্যে কেন মোদি আসেননি, তা নিয়ে বহুবারই প্রশ্ন উঠেছে। প্রধানমন্ত্রীর শনিবারের সফরের আগে সেই প্রশ্নই উঠে আসে রাজ্যের এক শিল্পীর গানেও।
জামিনথাং লাংডিং । কুকি শিল্পী। প্রধানমন্ত্রী রাজ্যে আসায় গান লিখেছেন লাংডিং। গানটিতে এক ছোট্ট মেয়ের প্রশ্ন, ‘ মোদিজি আপনি এতদিন কোথায় ছিলেন? মোদিজি বলছেন, আমি ছিলাম লন্ডনে। মেয়েটির প্রশ্ন, সেখানে কী করলেন? মোদিজি বললেন, রানির শেষযাত্রায় যোগ দিলাম। মণিপুরের ছোট্ট মেয়ে জিজ্ঞেস করল, আমার মায়ের শেষকৃত্যে কেন এলেন না? এই মণিপুরের মাটিতেই তাঁকে ধর্ষণ করা হয়েছিল। খুন করা হয়েছিল।’ ওই গানেই ছোট্ট ছেলে প্রশ্ন করছে, ‘যখন আমাদের মণিপুরের গ্রাম আরামবাই তেঙ্গল পুড়িয়ে দিল, তখন কেন এলেন না?’