অনুরাগ কাশ্যপের পরামর্শ না মেনেই বিশ্বমঞ্চে প্যালেস্তাইন প্রসঙ্গ তোলেন পরিচালক অনুপর্ণা, বিতর্কের মাঝে জবাব ভেনিস জয়ী বঙ্গতনয়ার
বর্তমান | ১৫ সেপ্টেম্বর ২০২৫
নয়াদিল্লি: বিতর্ক দানা বাঁধতে পারে। আগেই আঁচ করেছিলেন প্রযোজক-পরিচালক অনুরাগ কাশ্যপ। তাই আন্তর্জাতিক মঞ্চে প্যালেস্তাইনের প্রসঙ্গ এড়িয়ে যেতে পরামর্শ দিয়েছিলেন অনুপর্ণাকে। শোনেননি তিনি। বরং দৃপ্ত কণ্ঠে প্রতিবাদ করেছিলেন। বলেছিলেন, প্যালেস্তাইনের শিশুদেরও সুস্থভাবে বেঁচে থাকার অধিকার রয়েছে। বিশ্বের অন্যান্য দেশের মতোই।
‘সংস অব দ্য ফরগটেন ট্রিজ’ ছবির সৌজন্যে আজ পৃথিবীজুড়ে পরিচিত বঙ্গতনয়া অনুপর্ণা রায়। ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ‘ওরিজিনত্তি’ বিভাগে সেরা পরিচালকের পুরস্কার জিতেছেন পুরুলিয়ার এই কন্যা। ভারতীয় হিসেবে এই স্বীকৃতি প্রথমবার। সেই মঞ্চেই তাঁর বক্তৃতা শোরগোল ফেলে দিয়েছিল। লাল পাড় সাদা শাড়িতে সেজে পুরস্কার নিয়ে মাইকের সামনে তিনি বলেছিলেন, ‘প্রত্যেক শিশুরই শান্তি, স্বাধীনতা ও মুক্তির অধিকার রয়েছে। প্যালেস্তাইনের শিশুরাও এর বাইরে নয়। ওদের পাশে দাঁড়ানো আমাদের দায়িত্ব। আমি হয়তো আমার দেশকে বিব্রত করব, কিন্তু এর জন্য আমি মোটেই চিন্তিত নই।’ অনুপর্ণার পুরস্কার, বিশ্বমঞ্চে স্বীকৃতির চেয়েও অধিক ‘গুরুত্ব’ পেয়েছে তাঁর বক্তৃতা। বিস্তর জলঘোলা হয়েছে সমাজমাধ্যম জুড়ে। পক্ষে-বিপক্ষে। অবশেষে সেই বক্তৃতা নিয়ে মুখ খুললেন পরিচালক। বললেন, ‘আমি অন্যায়ের বিরুদ্ধে কথা বলেছি। প্যালেস্তাইনের পাশে দাঁড়ালেই কেউ কম ভারতীয় হয়ে যান না। একইভাবে নেপাল, কাশ্মীর, মুর্শিদাবাদ বা গুজরাত— যেখানেই অন্যায় হবে, সেখানেই আমি মুখ খুলব।’ অনুপর্ণা জানান, তাঁর প্রযোজকরা, এমনকী মেন্টর তথা ছবির পরিবেশক অনুরাগ কাশ্যপ নাকি তাঁকে নিষেধ করেছিলেন প্যালেস্তাইনের প্রসঙ্গে কথা বলতে। তা উপেক্ষা করেই ওই মন্তব্য করেছিলেন তিনি। অনুপর্ণার কথায়, ‘ওঁরা কেন এমন বলেছিলেন, তা এখন বুঝতে পারছি।’