• কালিয়াগঞ্জের রসিদপুরের সর্বজনীনে বিশ্বশান্তির বার্তা
    বর্তমান | ১৫ সেপ্টেম্বর ২০২৫
  • মৃন্ময় বসাক, কালিয়াগঞ্জ:

    পৌরাণিক মতে, ব্রহ্মা, বিষ্ণু ও মহেশ্বরের সৃষ্টি এই মহাবিশ্ব। তাঁদের সৃষ্টি থেকেই ক্রমে মানব জন্ম। প্রতিটি শিশু জন্মের সময় প্রায় একই রকম থাকে। আবার জীবন চক্র শেষে মৃত্যুর পর বিলীন হয়ে যায়। ‘সৃষ্টি’ থিমের মাধ্যমে সৃষ্টির পৌরাণিক ব্যাখ্যা ও মানুষের জীবনযাত্রাও তুলে ধরবে কালিয়াগঞ্জের রসিদপুর সর্বজনীন দুর্গোৎসব কমিটি। ঈশ্বর-সৃষ্ট বিশ্বকে মানুষ যেভাবে ধংসের পথে এগিয়ে নিয়ে যাচ্ছে, চিন্তাজনক এই বিষয়টিও তুলে ধরা হবে পুজো মণ্ডপে। কমিটির সভাপতি উজ্জ্বল সাহা বলেন, এবছর আমাদের পুজো ৫৬ তম বর্ষে। থিম ‘সৃষ্টি’। ঈশ্বর পৃথিবী সৃষ্টি করেছেন। আমরাও মানব জন্ম পেয়েছি। জন্মের পর বিভিন্ন পেশায় গিয়েছি। জীবনচক্রে আমরা হিংসা, মারামারি, ধ্বংসলীলায় মেতে উঠছি। ঈশ্বর বিশ্ব সৃষ্টির সময় এমনটা চাননি। তাই পুজোর থিমে পৌরাণিক ব্যাখ্যা দর্শনার্থীদের কাছে তুলে ধরব। দেওয়া হবে বিশ্বশান্তির বার্তাও। মাটি, কাঠ, ফোম, পাটের বস্তা, বাঁশের চাটাই দিয়ে মণ্ডপ তৈরি হচ্ছে। দেবীদুর্গার মূর্তিও থাকবে থিম অনুযায়ী। মালদহ ও চন্দননগরের শিল্পীরা দিনরাত এক করে কাজ করছেন। উজ্জ্বলের কথায়, এবার আমাদের পুজোর বাজেট ১৮ লক্ষ টাকা। মুখ্যমন্ত্রী ভার্চুয়ালি এই পুজোর উদ্বোধন করবেন। পুজোর দিনগুলিতে থাকবে সমাজসেবামূলক কর্মসূচিও। পুজো কমিটির সদস্য রাজীব সাহা বলেন,আমাদের থিম ‘সৃষ্টি’ সামাজিক বার্তা দেবে। পুজো মণ্ডপজুড়ে থিমের পাশাপাশি বিভিন্ন আলো ও শব্দের মাধ্যমে থাকবে বিশ্ব ও মানব জীবন বাঁচিয়ে রাখার বার্তা।  নিজস্ব চিত্র
  • Link to this news (বর্তমান)