অসম থেকে উদ্ধার কোচবিহারের চুরি যাওয়া ১২ চাকার লরি, ধৃত ২
বর্তমান | ১৫ সেপ্টেম্বর ২০২৫
নিজস্ব প্রতিনিধি, কোচবিহার: অসম থেকে আন্তঃরাজ্য দুই লরি পাচারকারীকে গ্রেপ্তার করে আনল কোচবিহার কোতোয়ালি থানার পুলিশ। কোচবিহারের টাপুরহাট থেকে বারো চাকার একটি লরি চুরি করে রাতারাতি তারা অসমের আগমনীতে পৌঁছে গিয়েছিল। শুক্রবার গভীর রাতে লরি চুরি করেছিল তারা। পুলিশ জানিয়েছে, ধৃতদের নাম আল ফারুক ও শাহজামাল শেখ। প্রথমজনের বাড়ি অসমের কোকড়াঝাড় জেলার ফকিরাগ্রামে, দ্বিতীয়জন ধুবরী জেলার ঝোগড়ারপার পার্ট-২ এলাকার বাসিন্দা। তদন্তে পুলিশ জানতে পেরেছে, এরা এর আগেও কোচবিহার ও আশপাশের এলাকায় এই ধরনের চুরির ঘটনার ঘটিয়েছে।
এদিকে, পরপর লরি চুরির মতো ঘটনায় উদ্বেগ ছড়িয়েছে লরি মালিকদের মধ্যে। তাঁদের দাবি, কয়েক মাসের মধ্যে ডাউয়াগুড়ি, চেকপোস্ট এলাকার গ্যারাজ, পুণ্ডিবাড়ি থেকেও লরি চুরির ঘটনা ঘটেছে। কারা এই চুরির পিছনে রয়েছে, বারবার অসম থেকে কোচবিহারে ঢুকে লরি চুরি করা হচ্ছে নাকি এর পিছনে অন্য কোনও চক্র রয়েছে তা নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে।
কোচবিহার ডিস্ট্রিক্ট মাল্টি এক্সেল ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক কমলরাজ ছেত্রী বলেন, শনিবার ভোরে টাপুরহাট থেকে একটি লরি চুরির খবর আসে। চালক ও মালিক লরির খোঁজ শুরু করেন। কোচবিহার কোতোয়ালি থানায় এ ব্যাপারে জানানো হয়। পরে পুলিশ অসম থেকে লরিটি উদ্ধার করে। ফেডারেশন অব ওয়েস্ট বেঙ্গল ট্রাক অপারেটর অ্যাসোসিয়েশনের কোর কমিটিরও সদস্য কমলরাজ ছেত্রী। তিনি জানান, গত চার-পাঁচ মাসে চার-পাঁচটি লরি কোচবিহারের বিভিন্ন জায়গা থেকে গায়েব হয়ে গিয়েছে। এর পিছনে আন্তঃরাজ্য লরি চুরির কোনও চক্র রয়েছে বলে মনে হচ্ছে।
কোচবিহারের পুলিশ সুপার দ্যুতিমান ভট্টাচার্য বলেন, গত শুক্রবার রাতে কোতোয়ালি থানার টাপুরহাট এলাকা থেকে একটি বারো চাকার লরি চুরি হয়। লরিটি রাস্তার ধারে পার্ক করা ছিল। শনিবার সকালে দেখা যায় লরিটি নেই। আমরা লরির জিপিএস লোকেশন ট্র্যাক করতে শুরু করি। কিছু সিসি ক্যামেরার ফুটেজ পাওয়া যায়। তাতে দেখা যায় লরিটি অসম-বাংলা সীমানার অসমের আগমনী এলাকায় রয়েছে। সেখানে টিম পাঠিয়ে লরিটি উদ্ধার করা হয়েছে। যে দু’জন গ্রেপ্তার হয়েছে তারা জেরায় স্বীকার করেছে, এমন ঘটনা তারা আগেও ঘটিয়েছে। কোচবিহার থানা ও পাশ্ববর্তী জেলায় তারা এই কাজ করেছে। ধৃতদের জিজ্ঞাসাবাদ চালিয়ে চুরি যাওয়া অন্য গাড়ি উদ্ধারের চেষ্টা চালানো হবে।