• কোচবিহারের অকালবোধন ক্লাবে কম্বোডিয়ার প্যাগোডা
    বর্তমান | ১৫ সেপ্টেম্বর ২০২৫
  • রাজীব বর্মন, দেওয়ানহাট:

    এ বছর প্ল্যাটিনাম জুবিলিতে কোচবিহার অকালবোধন ক্লাবের দুর্গাপুজোয় দেখা যাবে কম্বোডিয়ার প্যাগোডা। ওই বৌদ্ধগুম্ফার উচ্চতা ৬০ ফুট। এই পুজোয় একদিকে যেমন বিশাল মণ্ডপ থাকছে, সেই সঙ্গে থাকছে প্রতিমাতেও অভিনবত্ব। চন্দননগরের চোখধাঁধানো এলইডি বাতির আধুনিক আলোয় ফুটে উঠবে গোটা মণ্ডপ সহ মণ্ডপ পর্যন্ত পৌঁছনোর রাস্তা। যদিও প্রথমে ৭০ ফুট উঁচু প্যাগোডা তৈরির কথা থাকলেও পরবর্তীতে সেই উচ্চতাকে কিছুটা কমিয়ে ৬০ ফুট করার সিদ্ধান্ত নেওয়া হয়। তৃতীয়ার দিন পুজোর উদ্বোধন করা হবে বলে ক্লাবের কর্মকর্তারা জানিয়েছেন। 

    কোচবিহার শহরের ৯ নম্বর ওয়ার্ডের রেলগুমটির কাছে অকালবোধন ক্লাব। সেখানেই পুজো মণ্ডপ সাজিয়ে তোলার কাজ চলছে জোর কদমে। প্রতিবেশী রাজ্য অসম ছাড়াও ধূপগুড়ি থেকে মণ্ডপ তৈরির কারিগররা এসেছেন। তাঁদের হাতেই তৈরি হচ্ছে প্যাগোডা। আর দু’সপ্তাহও বাকি নেই পুজোর। তাই এখন দিনরাত পরিশ্রম করে অবিকল সেই প্যাগোডার ফুটিয়ে তোলার কাজ চলছে। কোচবিহারের কাকড়িবাড়ির মৃৎশিল্পী প্রতিমা তৈরি করছেন। তবে দেবীর সাজসজ্জা এবং প্রতিমার চক্ষু আঁকবেন কলকাতার কুমোরটুলির শিল্পীরা। 

    পুজো উদ্যোক্তারা জানিয়েছেন, পরিবেশবান্ধব সামগ্রী দিয়ে মণ্ডপ তৈরি করা হচ্ছে। মূলত বাঁশ, কাপড়, প্ল্যাইবোর্ডের ব্যবহার বেশি হচ্ছে। মণ্ডপের ভিতরে নানান ধরনের মূর্তি, ফুল, লতাপাতা ইত্যাদি থাকবে। পুজোর ক’দিন মণ্ডপের পাশে সাংস্কৃতিক মঞ্চে চলবে মনোজ্ঞ অনুষ্ঠান। ক্লাব কর্মকর্তাদের আশা, এবার তাদের পুজোয় দর্শনার্থীদের ভিড় তৃতীয়াতে উদ্বোধনের দিন থেকেই আছড়ে পড়বে। 

    ক্লাব সম্পাদক শংকর সাহা বলেন, এবার আমাদের পুজোর পঁচাত্তর বছর। আমাদের পুজো মণ্ডপ কম্বোডিয়ার একটি প্যাগোডার আদলে করা হচ্ছে। ১০ ফুট উচ্চতা কমিয়ে ৬০ ফুট করা হবে। স্থানীয় মৃৎশিল্পী প্রতিমা তৈরি করলেও দেবীর চোখ আঁকবেন কলকাতার কুমোরটুলির শিল্পী। 

    - নিজস্ব চিত্র।
  • Link to this news (বর্তমান)