• এবারও কুলিকে হাজির গ্লসি আইবিস, পক্ষীগণনা শুরু
    বর্তমান | ১৫ সেপ্টেম্বর ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, রায়গঞ্জ: পর্যাপ্ত খাদ্যসম্ভার, অনুকূল পরিবেশের টানে কুলিক পক্ষীনিবাস ও আশপাশের এলাকায় এবারও দেখা মিলল গ্লসি আইবিসের। রবিবার থেকে দু’দিনের পক্ষীগণনা শুরু হওয়ার পর এমনই তথ্য উঠে এল রায়গঞ্জ বনবিভাগ সূত্রে। এনিয়ে এশিয়ার দ্বিতীয় বৃহত্তম পক্ষীনিবাস কুলিকে দ্বিতীয় বছর এল গ্লসি আইবিস প্রজাতিটি। এতে বেজায় খুশি পক্ষীপ্রেমী থেকে বন আধিকারিকরা। 

    তাঁদের বক্তব্য, পুনরায় গ্লসি আইবিসের আগমনে শুধু নতুন প্রজাতি বলে নয়, কুলিকে আগত পরিযায়ী পাখির প্রজাতি সংখ্যা একটি বাড়ল। শুধু গ্লসি আইবিস নয়, দীর্ঘ বছরের মতো নাইট হেরন, ইগ্রেটস, কর্মরান্ট, এশিয়ান ওপেনবিল স্টর্ক প্রজাতির প্রচুর পরিযায়ীরও দেখা গেল এদিন। শনিবার বিভিন্ন পক্ষীপ্রেমী স্বেচ্ছাসেবী সংগঠন, বনকর্মীদের নিয়ে বিশেষ শিবির হয়। সেখানে মূলত আলোচনা হয় কী পন্থায় এবার পাখিগণনা করা হবে? কীভাবে পরিযায়ী পাখির উপস্থিতির গড় হিসেব বের করতে হবে? জানা গিয়েছে, দীর্ঘ বছর ধরে চলে আসা নিয়মেই বিভিন্ন পক্ষীপ্রেমী সংগঠন, বনাধিকারিক, স্কুলপড়ুয়া, এনসিসিকে নিয়ে টিম তৈরি করে প্রথমদিনের গণনাপর্ব সম্পন্ন হল কুলিক পক্ষীনিবাসের বাইরের এলাকায়। আজ, সোমবার পক্ষীনিবাসের অন্দরে পাখি গণনা হবে। রায়গঞ্জের ডিএফও ভূপেন বিশ্বকর্মা বলেন, দু’দিনের পাখিগণনা পর্বে প্রথমদিন পক্ষীনিবাসের বাইরের অংশের চিহ্নিত গাছের পাখি গণনা করা হচ্ছে।

    সোমবার পক্ষীনিবাসের অন্দরে গণনাপর্ব হবে।  ডিএফও’র সংযোজন, নাইট হেরন, ইগ্রেটস, কর্মরান্ট, এশিয়ান ওপেনবিল স্টর্ক প্রজাতির প্রচুর পরিযায়ীর দেখা পাওয়া গিয়েছে। সেই সঙ্গে এনিয়ে দ্বিতীয়বছর গ্লসি আইবিস পাখির দেখা মিলেছে। যা আমাদের কাছে অত্যন্ত খুশির খবর। এবছর বৃষ্টি ভালো হওয়াতে পাখির সংখ্যা গতবছরের চেয়ে বৃদ্ধি পাবে বলে আশা করা হচ্ছে। বনদপ্তরের এই গণনার কাজে এই সংগঠন ছাড়াও রায়গঞ্জ পিপল ফর অ্যানিমেলস, নর্থ বেঙ্গল ফটোগ্রাফি ক্লাব,  হিমালয়ান মাউনটেনিয়ারিং অ্যান্ড ট্রেকার্স অ্যাসোসিয়েশন, রায়গঞ্জ উৎকর্ষ ওয়াইল্ডলাইফ নেচার সোসাইটি, রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের এনসিসি বিভাগের ২০ জন এবং সারদা বিদ্যামন্দির স্কুলের ছাত্রছাত্রীরা শামিল হয়েছে। 

     নিজস্ব চিত্র
  • Link to this news (বর্তমান)