• এসএসসি: ১১ মিনিট দেরিতে এনবিইউ’র কেন্দ্রে পরীক্ষার্থী
    বর্তমান | ১৫ সেপ্টেম্বর ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি ও সংবাদদাতা: রবিবার উত্তরবঙ্গ জুড়ে এসএসসি (একাদশ-দ্বাদশ) পরীক্ষা নির্বিঘ্নে সম্পন্ন হল। পরীক্ষাকে কেন্দ্র করে কোথাও কোনও অপ্রীতিকর ঘটনা ঘটেনি। এদিন সকাল ১০টার মধ্যেই বৃষ্টিকে উপেক্ষা করে পরীক্ষার্থীরা নিজ নিজ কেন্দ্রে পৌঁছে যান। পরীক্ষা শেষে অনেককেই হাসিমুখে বেরিয়ে আসতে দেখা গিয়েছে। প্রশ্নপত্র ভালো হয়েছে বলে তাঁরা জানান। তবে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে এক পরীক্ষার্থীকে ১১ মিনিট দেরিতে হলে ঢুকতে দেওয়ায় একাংশ অভিভাবক ক্ষোভ প্রকাশ করেন। তবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, ওই পরীক্ষার্থী দেরিতে কেন্দ্রে পৌঁছেছেন এমন নয়। তিনি ভুল করে বিশ্ববিদ্যালয়েরই আর একটি হলে গিয়ে বসেছিলেন। বিষয়টি একটু দেরিতে বুঝতে পারায় কিছুটা সময় চলে যায়। কমিশনের অনুমতি নিয়েই তাঁকে পরীক্ষা হলে ঢুকতে দেওয়া হয়েছে।

    পরীক্ষা চলাকালীন এই ঘটনায় একাংশ অভিভাবক ক্ষোভ প্রকাশ করেন। তাঁদের অভিযোগ, স্কুল সার্ভিস কমিশনের নির্দেশকে বুড়ো আঙুল দেখিয়ে সময় পেরিয়ে গেলেও এক পরীক্ষার্থীকে কেন্দ্রে ঢুকতে দেওয়া হয়েছে। পৌনে ১২টায় পরীক্ষা কেন্দ্রের গেট বন্ধ হয়ে গেলেও ১২টা ১১ মিনিটে এক পরীক্ষার্থীকে কেন্দ্রে ঢুকতে দেওয়া হয়। এতে কমিশনের নিয়ম লঙ্ঘন করা হয়েছে।

    এদিন উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের চারটি পরীক্ষা হলে বাংলা, হিন্দি, ইতিহাস, ভূগোল ও বায়োলজিক্যাল সায়েন্সের ১১৯৯ জনের পরীক্ষার সিট পড়েছিল। সকাল ১০টা থেকেই পরীক্ষা কেন্দ্রে ভিড় জমান পরীক্ষার্থীরা। পৌনে বারোটায় কেন্দ্রের গেট বন্ধ করে দেওয়ার পর ১২টায় প্রশ্নপত্র দেওয়া হয়। অভিযোগ, বাংলা বিভাগের এক পরীক্ষার্থী ১২টা বেজে ১১মিনিটে পরীক্ষা কেন্দ্রে এলে তাঁকে চেকিং না করেই সোজা পরীক্ষা হলে ঢুকতে দেওয়া হয়। এনিয়েই অভিভাবকদের মধ্যে চাঞ্চল্য ছড়ায়। বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ভাস্কর বিশ্বাসকে সামনে পেয়ে তাঁরা প্রতিবাদে শামিল হন। যদিও রেজিস্ট্রার তাঁদের জানিয়েছেন, ওই পরীক্ষার্থী ভুল করে অন্য হলে চলে যাওয়ায় তাঁকে পরবর্তীতে ঢুকতে দেওয়া হয়েছে। 

    তপন কুমার বর্মন ও গৌতম ঘোষ নামে দুই অভিভাবক বলেন, আমাদের পরীক্ষার্থীরা সময় মতো কেন্দ্রে ঢুকে গিয়েছে। পরীক্ষার ঘণ্টা বাজার ১১ মিনিট পর এক পরীক্ষার্থীকে ঢুকতে দেওয়া হল। এটা চূড়ান্ত নিয়ম বিরুদ্ধ।

    এবিষয়ে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ভাস্কর বিশ্বাস বলেন, যে সমস্ত অভিভাবকরা অভিযোগ করছেন তাঁরা সম্পূর্ণ বিষয়টি না জেনেই করছেন। যেহেতেু আমাদের বিশ্বদ্যিালয়ে চারটি পরীক্ষা হল ছিল, ওই পরীক্ষার্থী ভুল করে অন্য পরীক্ষা হলে পৌঁছে গিয়েছিলেন। ভেন্যুতে সঠিক সময়েই পৌঁছে গিয়েছিলেন ওই পরীক্ষার্থী। তাই এসএসসি’র চেয়ারম্যানের সঙ্গে কথা বলেই তাঁকে পরীক্ষা কেন্দ্রে ঢুকতে দেওয়া হয়। • বৃষ্টি মাথায় কেন্দ্রে পরীক্ষার্থীরা। কোচবিহারে তোলা নিজস্ব চিত্র।
  • Link to this news (বর্তমান)