• অনলাইন জুয়া, ধৃত গঙ্গারামপুরের শিক্ষক, অভিযানে মিলল কোটি টাকা
    বর্তমান | ১৫ সেপ্টেম্বর ২০২৫
  • সংবাদদাতা, বালুরঘাট ও গঙ্গারামপুর: ঠাকুরঘরে রয়েছে ট্যাঙ্ক। তাতে কাপড়ে মুড়িয়ে থরে থরে সাজানো টাকা। একটি ঘরে বিছানার গদিতেও মিলেছে বিপুল টাকা। যা গুনতে লাগল কয়েক ঘণ্টা!

    গত আগস্টে অনলাইন বেটিং চক্রের সঙ্গে জড়িত ১১ জনকে গঙ্গারামপুর থেকে ধরেছিল পুলিশ। ওই চক্রের এক পান্ডার শ্বশুরবাড়ি থেকে উদ্ধার হল প্রায় কোটি টাকা! রবিবার বিকেলে বালুরঘাটে অভিযানে এসে চোখ কপালে ওঠার জোগার গঙ্গারামপুর থানার পুলিশের। টাকার পরিমাণ দেখে আনা হয় একাধিক গোনার মেশিন। ডাক দেওয়া হয় বিশেষজ্ঞদেরও। রবিবার বিকেল পাঁচটার পর ওই টাকা গোনা শুরু হয়ে চলতে থাকে প্রায় ৯ টা পর্যন্ত।

    পুলিশ সূত্রে খবর, বাজেয়াপ্ত টাকার পরিমাণ প্রায় কোটি টাকা। আরও অনেক জায়গায় টাকা লুকোনো থাকতে পারে বলে অনুমান। এই অভিযান ঘিরে এদিন বালুরঘাটে শোরগোল পড়ে যায়। তবে,  ঠিক কত টাকা ওই বাড়ি থেকে উদ্ধার হয়েছে, তা এখনও স্পষ্ট জানায়নি পুলিশ।

    পুলিশ সুপার  চিন্ময় মিত্তাল বলেন, জুয়ার মামলায় একটি অভিযান হয়। এখনই এবিষয়ে নির্দিষ্ট করে কিছু বলা সম্ভব নয়। তবে, জুয়ার মাধ্যমে অবৈধ বহু টাকা লেনদেন ও আয় করত ওই চক্রের সদস্যরা। সেই টাকা পুলিস বাজেয়াপ্ত করেছে।

    এদিনের অভিযানের নেতৃত্বে ছিলেন গঙ্গারামপুরের এসডিপিও দীপাঞ্জন ভট্টাচার্য। তাঁর কথায়, ২৭ আগস্ট জুয়ার চক্র ধরা পড়েছিল। সেই ঘটনায় প্রথমে ১১ ও পরে দু’জনকে গ্রেপ্তার করা হয়। তাদের জিজ্ঞাসাবাদ করেই বালুরঘাটে অভিযান চালানো হয়েছে। সেখানে কত টাকা উদ্ধার হয়েছে এখনই বলা সম্ভব নয়। সবদিক খতিয়ে দেখছি। 

    পুলিস সূত্রে খবর, গত ২৭ আগস্ট গঙ্গারামপুরে অনলাইন জুয়া ও বেটিং চক্রের বিরুদ্ধে অভিযান চালায় পুলিস। সেখানে ওই চক্রের মূল পান্ডা পিন্টু ঘোষ ও সনাতন ঘোষকে গ্রেফতার করা হয়েছিল। সেই দু’জনের বাড়ি গঙ্গারামপুর শহরে। পিন্টুর হোটেল রয়েছে। তার আড়ালেই অনলাইন জুয়া চলত। সেখানে খেলতে আসা ৯ জন জুয়াড়িকে গ্রেপ্তার করা হয়েছিল। পরবর্তীতে মূল পান্ডাদের জিজ্ঞাসাবাদ করে আরও দু’জনের নাম সামনে আসে ও ধরা হয়। বাকি অভিযুক্ত অপূর্ব সরকার ও কুণাল সরকার পলাতক ছিল। ওই দু’জনকে গ্যাংটক থেকে এদিন গ্রেফতার করে আনে পুলিস।  আদালতে তোলার পরে পাঁচদিনের হেফাজতে নিয়ে ধৃতদের জিজ্ঞাসাবাদ করেই টাকার উৎসের বিষয়ে খোঁজখবর শুরু হয়।

    পুলিস সূত্রে খবর, ধৃতদের মধ্যে অপূর্ব গঙ্গারামপুরের নয়াবাজার হাইস্কুলের বিজ্ঞান বিভাগের শিক্ষক। তাকে জিজ্ঞাসাবাদ করে শ্বশুরবাড়ি বালুরঘাটের শহর লাগোয়া রঘুনাথপুর এলাকায় অভিযান চালানো হয়। সেই বাড়িতেই রাখা ছিল বিপুল টাকা। 

     নিজস্ব চিত্র।
  • Link to this news (বর্তমান)