পুরুলিয়া, আরামবাগ ও বাঁকুড়ায় এসএসসি’র পরীক্ষা হল নির্বিঘ্নেই
বর্তমান | ১৫ সেপ্টেম্বর ২০২৫
নিজস্ব প্রতিনিধি বাঁকুড়া, আরামবাগ ও সংবাদদাতা, পুরুলিয়া: রবিবার পুরুলিয়া, আরামবাগ ও বাঁকুড়ায় স্কুল সার্ভিস কমিশনের একাদশ ও দ্বাদশ শ্রেণির নিয়োগ পরীক্ষা নির্বিঘ্নেই সম্পন্ন হয়েছে। কোথাও কোনও অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
পুরুলিয়া জেলায় এদিন ২১টি কেন্দ্রে পরীক্ষা হয়। পুরো জেলায় ৮৬৬৪জনের পরীক্ষা দেওয়ার কথা ছিল। বেশিরভাগ পরীক্ষার্থীই উপস্থিত ছিলেন। অনুপস্থিতির হার খুবই কম।
আরামবাগ হাইস্কুলের সামনেও এদিন অভিভাবকদের চেনা ভিড় লক্ষ্য করা যায়। তিনবছরের শিশুপুত্রকে কোলে নিয়ে এক বধূ পরীক্ষা দিতে এসেছিলেন। কেন্দ্রের গেটের সামনে স্বামীর কোলে সন্তানকে দিয়ে তাড়াতাড়ি তিনি পরীক্ষাকেন্দ্রে ঢুকে পড়েন। তারপরই কাঁদতে শুরু করে শিশুটি। বাচ্চার কান্না থামাতে তার বাবাকে হিমশিম খেতে হয়। অবশেষে তিনি বাড়ি ফিরে যান। আবার কর্মসূত্রে বাইরে থাকা এক ব্যক্তি স্ত্রীকে এসএসসি’র পরীক্ষা দেওয়াতে আরামবাগ হাইস্কুলে নিয়ে আসেন। তিনি পুরো সময় পরীক্ষাকেন্দ্রের বাইরেই অপেক্ষা করেন।
এদিন আরামবাগ মহকুমার পাঁচটি কেন্দ্রে ৪০০৯জন পরীক্ষার্থীর সিট পড়েছিল। প্রতিটি কেন্দ্রেই কয়েকজন করে অনুপস্থিত ছিলেন। কড়া নিরাপত্তায় চেকিংয়ের পর পরীক্ষার্থীদের কেন্দ্রে ঢুকতে দেওয়া হয়। হুগলির অতিরিক্ত পুলিশ সুপার কৃশানু রায় বলেন, পরীক্ষা নির্বিঘ্নেই সম্পন্ন হয়েছে। বাঁকুড়ায় এদিন ১১৪০৮জন পরীক্ষার্থী ছিলেন। তার মধ্যে ৯০শতাংশের বেশি পরীক্ষার্থী উপস্থিত হয়েছিলেন। বাঁকুড়া মিউনিসিপাল হাইস্কুলে এক অন্তঃসত্ত্বা মহিলা পরীক্ষা দেন। তাঁর জন্য পরীক্ষাকেন্দ্রে বিশেষ ব্যবস্থা করা হয়েছিল। ওই স্কুলের প্রধান শিক্ষক সাধনচন্দ্র ঘোষ বলেন, এদিন আমাদের বিদ্যালয়ে ৪০০জন পরীক্ষা দিয়েছেন। বাঁকুড়া শহরের লোকপুর এলাকার এক পরীক্ষার্থী অন্তঃসত্ত্বা ছিলেন। তাঁর জন্য স্কুলে চিকিৎসক সহ সমস্ত ব্যবস্থা ছিল। বাঁকুড়ার অতিরিক্ত জেলাশাসক(সাধারণ) নকুলচন্দ্র মাহাত বলেন, বাঁকুড়া, খাতড়া, সোনামুখী ও বিষ্ণুপুর শহরে ২৫টি কেন্দ্রে এদিন নির্বিঘ্নে পরীক্ষা নেওয়া হয়েছে।