নিজস্ব প্রতিনিধি, পুরুলিয়া: পুরুলিয়া জেলা তৃণমূল নেতৃত্বকে নিয়ে আজ, সোমবার বৈঠকে বসতে চলেছেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। আগস্টের শুরু থেকেই জেলা ভিত্তিক সাংগঠনিক পর্যালোচনা বৈঠক শুরু করেছেন অভিষেক। সিংহভাগ জেলার বৈঠকই হয়ে গিয়েছে। আজ পুরুলিয়ার শীর্ষ নেতৃত্ব থেকে শুরু করে বিধায়ক, জেলা সভাপতি ও বিভিন্ন শাখা সংগঠনের সভাপতিদের তিনি কলকাতায় ডেকেছেন। আসন্ন নির্বাচনের রণনীতি ও সংগঠন পুনর্গঠনের বিষয়টি এই বৈঠকে বিশেষভাবে গুরুত্ব পাবে বলে তৃণমূল সূত্রে জানা গিয়েছে। বৈঠকের পর একাধিক ব্লকের সভাপতির রদবদল হওয়ার সম্ভাবনা প্রবল।
জেলা তৃণমূলের চেয়ারম্যান শান্তিরাম মাহাত বলেন, সোমবার বেলা ১১টা থেকে জেলা নেতৃত্বের সঙ্গে বৈঠক করবেন অভিষেক। বৈঠকে তিনি কী বার্তা দেন, সেটাই দেখার।
উল্লেখ্য, ২০১৯ সালে লোকসভা নির্বাচনের পর পুরুলিয়ায় ২০২১ সালের বিধানসভাতেও বিজেপির কাছে শোচনীয় পরাজয় হয়েছিল ঘাসফুল শিবিরের। ২০২৪–এর লোকসভা নির্বাচনেও হারানো জমি পুনরুদ্ধার করতে পারেনি তৃণমূল। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, লোকসভায় পুরুলিয়া আসনটিতে জেতার সবরকম রসদই ছিল। কিন্তু, দলের মধ্যে অন্তর্ঘাত হওয়ায় কাঙ্খিত জয় অধরা থেকে গিয়েছে। এর জেরে তৎকালীন জেলা সভাপতি সৌমেন বেলথরিয়াকে পদ খোয়াতে হয়েছে। তবে, ব্লক সভাপতিদের রদবদলের বিষয়ে গুঞ্জন অনেকদিন থেকে চললেও তা কার্যকর হয়নি।
সম্প্রতি অভিষেকের ক্যামাক স্ট্রিটের অফিস থেকে একটি টিম এসেছিল জেলায়। প্রত্যেক ব্লক ঘুরে ঘুরে নেতৃত্বের সঙ্গে বৈঠক করেন ওই টিমের সদস্যরা। সংগঠনের কোথায় কী খামতি রয়েছে, তা বোঝার চেষ্টা করেন। কোন কোন ব্লকে সভাপতি পরিবর্তনের প্রয়োজন, কাকে ব্লক সভাপতি করা হতে পারে, আগামী বিধানসভা নির্বাচনে দলীয় প্রার্থী হিসেবে মানুষ কাকে চাইছেন, সেই রিপোর্টও সংগ্রহ করছে দলটি। পাশাপাশি জেলার শীর্ষ নেতৃত্বের থেকেও সেব্যাপারে মতামত সংগ্রহ করা হয়েছে। দলীয় সূত্রের খবর, এদিনের বৈঠকে সেসব নিয়ে আলোচনার পাশাপাশি জেলাস্তরের সমস্যা ও সমন্বয়ের বিষয়ে সরাসরি বার্তা দেবেন অভিষেক।
অভিষেকের জেলাভিত্তিক বৈঠক-পর্ব মিটলে একাধিক ব্লকে সভাপতি বদলের সম্ভাবনা রয়েছে। দলের মধ্যে গুঞ্জন পুরুলিয়ার হুড়া, পাড়া, রঘুনাথপুর-২, ঝালদা-১, বাঘমুণ্ডি ব্লকের সভাপতিদের পরিবর্তন করা হতে পারে। গত লোকসভায় এই সমস্ত ব্লকে তৃণমূলের ফলাফল খারাপ হয়েছে। রঘুনাথপুর-২ ব্লকের এক নেতার বিরুদ্ধে একগুচ্ছ অভিযোগ জমা পড়েছে দলের কাছে। বলরামপুরের ব্লক সভাপতিকে সরানোর চেষ্টা চলছে। পুঞ্চার ব্লক সভাপতির সঙ্গে এলাকার দাপুটে নেতা সুজয় বন্দ্যোপাধ্যায়ের গোষ্ঠী কোন্দল রয়েছে। বরাবাজারের ব্লক সভাপতির কাজে হতাশ নেতৃত্ব। পুরুলিয়া-২, কোটশিলা ব্লকের সভাপতিদের ভাগ্যও সুতোয় ঝুলছে। ফলে এই সমস্ত ব্লকের সভাপতি পরিবর্তন হতে পারে দলের কেউ কেউ মনে করছেন। যদিও ওই সমস্ত ব্লকের সভাপতি ঘনিষ্ঠদের দাবি, সবটাই গুজব।
দলীয় সূত্রের খবর, পরিবর্তনের ক্ষেত্রে অভিষেকের টিম, দলের পরামর্শদাতা সংস্থা আইপ্যাকের রিপোর্ট খতিয়ে দেখা হবে। পাশাপাশি জেলা সভাপতি, জেলা চেয়ারম্যান এবং বিধায়কদের মতামতকে সমান গুরুত্ব দেবে দল। ব্লক সভাপতি তাঁর নিজের বুথে জিতেছেন কি না, তাও গুরুত্ব পাবে।