• কৃষ্ণনগর পুলিশ জেলায় দেড় হাজারের বেশি পুজো কমিটিকে আর্থিক অনুদান
    বর্তমান | ১৫ সেপ্টেম্বর ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, কৃষ্ণনগর: দুর্গাপুজো এগিয়ে আসতেই কৃষ্ণনগর পুলিশ জেলার পুজো কমিটিগুলির মধ্যে উৎসাহ তুঙ্গে। রাজ্য সরকারের তরফে এইবার আগের বছরের চেয়ে আরও বেশি আর্থিক সহায়তা ঘোষণার পর থেকেই বিভিন্ন থানার পুজো কমিটিগুলি আবেদন জানাতে ভিড় জমিয়েছে। প্রশাসনের হিসেব অনুযায়ী, এবছর কৃষ্ণনগর পুলিশ জেলার ১৫৯০টি পুজো কমিটি সরকারি অনুদান পেতে চলেছে। যার জন্য ব্যয় ধরা হয়েছে প্রায় ১৭ কোটি ৪৯ লক্ষ টাকা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গত মাসে ঘোষণা করেছিলেন, এবছর প্রতিটি পুজো কমিটিকে ১ লক্ষ ১০ হাজার টাকা করে অনুদান দেওয়া হবে। গত বছর পুজো কমিটিগুলি ৮৫ হাজার টাকা করে পেয়েছিল। অর্থাৎ, এবছর এক লপ্তে ২৫ হাজার টাকা অনুদান বৃদ্ধি করা হয়েছে। প্রশাসনের এক কর্তা জানান, অনুদান বাড়ানোর ঘোষণার পরই জেলার বিভিন্ন থানায় নতুন পুজো কমিটির আবেদনপত্র জমা পড়েছে। প্রতিটি থানায় গড়ে ২০-৩০টি নতুন পুজো কমিটি আবেদন করেছে। আবার কিছু থানায় ৫০-৬০টি নতুন কমিটি অনুদানের জন্য নাম নথিভুক্ত করেছে। তবে রাজ্য সরকারের তরফ থেকে আপাতত নির্দিষ্ট সংখ্যক পুজো কমিটিকে অনুদান দেওয়া হবে। ভবিষ্যতে যদি নতুন কমিটিকে অন্তর্ভুক্ত করার অনুমতি দেওয়া হয়, সেক্ষেত্রে আবেদনকারীদের তালিকা থেকে বাছাই করা হবে।

    গত বছর পর্যন্ত কৃষ্ণনগর পুলিশ জেলায় ১৩৮০টি পুজো কমিটি সরকারি অনুদান পেত। তবে গতবার অতিরিক্ত ২১০টি পুজো কমিটিকে অন্তর্ভুক্ত করা হয়েছিল। এবছর সেই সংখ্যা আরও বেড়ে ১৫৯০তে পৌঁছেছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, অনুদান বিতরণের জন্য বর্তমানে থানাভিত্তিক সমন্বয় সভার মাধ্যমে চেক তুলে দেওয়ার প্রক্রিয়া চলছে। একইসঙ্গে, এবার প্রথমবারের মতো পুজো কমিটির নিজস্ব ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি টাকা পাঠানো হচ্ছে। এর ফলে স্বচ্ছতা বজায় রাখা যাবে বলে মনে করছে প্রশাসন। প্রতিটি কমিটিকে নির্দিষ্ট সময়সীমার মধ্যে ব্যাঙ্কের কাগজপত্র জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। প্রসঙ্গত, গত বছর নাকাশিপাড়া থানার বেথুয়ার একটি পুজো কমিটি অভয়াকাণ্ডের জেরে সরকারি চেক ফিরিয়ে দিয়েছিল। কিন্তু এবার মুখ্যমন্ত্রীর ঘোষণার পর সেই একই কমিটি পুনরায় আবেদন জানিয়েছে। শুধু তাই নয়, পুলিশ-প্রশাসন থেকে শুরু করে রাজনৈতিক নেতাদের দ্বারস্থ হয়ে অনেক কমিটি প্রাপক তালিকায় নিজেদের নাম অন্তর্ভুক্ত করার চেষ্টা করছে।

    সরকারি অনুদানের পাশাপাশি এবার পুজো কমিটিগুলির জন্য কিছু অতিরিক্ত সুবিধা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। বিদ্যুতের বিলের উপর ছাড় ৭৫ শতাংশ থেকে বাড়িয়ে ৮০ শতাংশ করা হয়েছে। এছাড়াও, দমকল বিভাগ সহ অন্যান্য প্রয়োজনীয় সরকারি অনুমতি সম্পূর্ণ বিনামূল্যে দেওয়া হবে। পুজো কমিটিগুলি এখন থেকে ‘আসান’ পোর্টালের মাধ্যমে অনলাইনে আবেদন করতে পারবে। যা সম্পূর্ণ প্রক্রিয়াটিকে আরও সহজ করেছে।
  • Link to this news (বর্তমান)