• পুজোর আগেই আরামবাগে বেহাল গ্রামীণ রাস্তাগুলির সংস্কারের উদ্যোগ
    বর্তমান | ১৫ সেপ্টেম্বর ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, আরামবাগ: স্থানীয় মানুষের ক্ষোভ সামাল দিতে বেহাল গ্রামীণ রাস্তার সংস্কারে তৎপর হল প্রশাসন। পুজোর আগেই হুগলি জেলা সহ আরামবাগ মহকুমার রাস্তাগুলির সংস্কারে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়েছে। ব্লক পিছু রাস্তার তালিকাও পাঠিয়েছে হুগলি জেলা প্রশাসন। 

    হুগলি জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ বলেন, সব ব্লককেই রাস্তার তালিকা পাঠানো হয়েছে। রাস্তাগুলির মাপজোক শুরু হচ্ছে। হুগলির জেলা পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তরের আধিকারিক পার্থ কর্মকার বলেন, গ্রামীণ রাস্তাগুলির সংস্কারের প্রস্তুতি নেওয়া হচ্ছে। খরচের হিসেব করে প্রয়োজনীয় কাজ করতে বলা হয়েছে। 

    প্রশাসন সূত্রে জানা গিয়েছে, এক কিলোমিটার পর্যন্ত দীর্ঘ রাস্তাগুলির মেরামতি ব্লক থেকেই করা হবে। এক থেকে দেড় কিলোমিটার পর্যন্ত দূরত্বের রাস্তার সংস্কার করবে জেলা পরিষদ। দেড় কিলোমিটার থেকে তার বেশি দীর্ঘ রাস্তার দায়িত্ব এসআরডিএ-র। 

    উল্লেখ্য, কয়েক মাস আগেই জেলা প্রশাসনের তরফে বিভিন্ন ব্লক থেকে বেহাল রাস্তাগুলি নিয়ে তথ্য চাওয়া হয়। ব্লক প্রশাসনের তরফে তার তালিকা করে পাঠানো হয়েছে। এমনকী, বহু বাসিন্দা ‘সরাসরি মুখ্যমন্ত্রী’-তে ফোন করেও বেহাল রাস্তা মেরামতির আর্জি জানিয়েছেন। প্রশাসনের দাবি, বিভিন্ন জায়গায় আবেদনের ভিত্তিতে রাজ্য রাস্তাগুলির মেরামতিতে উদ্যোগী হয়েছে। এরজন্য নির্দিষ্ট রাস্তাগুলি মাপজোক করতে বলা হয়েছে। 

    আরামবাগ মহকুমা এলাকায় বহু গ্রামীণ রাস্তা বেহাল। এবার সেইসব রাস্তা মেরামতিতে কাজ শুরু করার প্রাথমিক নির্দেশ এসেছে বলে আরামবাগ মহকুমার বিডিও-রা জানিয়েছেন। গোঘাট ১ ব্লকে এমন প্রায় ৩৩টি বেহাল গ্রামীণ রাস্তার তালিকা পাঠায় প্রশাসন। খানাকুল ১ ব্লকে প্রায় ৯৬টি রাস্তার প্রস্তাব পাঠানো হয়েছে। খানাকুল ১ এর বিডিও অরিন্দম মুখোপাধ্যায় বলেন, নির্দেশমতো রাস্তাগুলির টেন্ডার করা হবে। খানাকুল ২ এর বিডিও মহম্মদ জাকারিয়া বলেন, এই ব্লকে পাঁচটি বেহাল রাস্তা মেরামত হবে। সেগুলি এক কিলোমিটার বেশি দীর্ঘ।
  • Link to this news (বর্তমান)