• বেটিং অ্যাপ কাণ্ডে এবার মিমিকেও তলব ইডির
    বর্তমান | ১৫ সেপ্টেম্বর ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: আগামী বছর বিধানসভা নির্বাচন। তার আগে বাংলায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার অতিসক্রিয়তায় লাগাম নেই। অঙ্কুশ হাজরার পর টলিপাড়ার আরও এক তারকা এবার ইডির স্ক্যানারে। তিনি অভিনেত্রী মিমি চক্রবর্তী। আজ, সোমবার দিল্লিতে ইডির সদর দপ্তরে তলব করা হয়েছে তৃণমূলের প্রাক্তন সাংসদকে। সূত্রের খবর, অঙ্কুশের মতোই একটি বেটিং অ্যাপের প্রচারের জন্য সমন পাঠানো হয়েছে মিমিকে। কয়েকদিন আগেই নাকি সমন পেয়েছেন অভিনেত্রী। ইতিমধ্যে আইনজীবীর সঙ্গে এই বিষয়ে আলোচনাও করেছেন নায়িকা। 

    এজেন্সি সূত্রে জানা গিয়েছে, দক্ষিণ ভারতের একটি ‘অবৈধ’ বেটিং অ্যাপের প্রচার ও বিজ্ঞাপনের কাজে যুক্ত ছিলেন বিভিন্ন ক্ষেত্রের তারকারা। তাঁদের মধ্যে রয়েছেন মিমিও। এ জন্যই তাঁকে তলব করা হয়েছে দিল্লিতে। গত পাঁচ বছরের লেনদেনের ব্যাংক স্টেটমেন্ট সহ যাবতীয় নথি নিয়ে যেতে বলা হয়েছে নায়িকাকে। কী কী প্রশ্ন করা হতে পারে? সূত্রের খবর, কার বা কাদের সূত্রে তিনি ওই সংস্থার সঙ্গে যোগাযোগ করলেন? তাঁদের কীভাবে চিনলেন? কত টাকার চুক্তি হয়েছিল? চুক্তিপত্রে কী কী লেখা ছিল? কীভাবে আর্থিক লেনদেন হতো? এমনই নানা প্রশ্ন মিমিকে করা হতে পারে। এ বিষয়ে জানার জন্য মিমির সঙ্গে একাধিকবার যোগাযোগ করা হলেও ফোন বন্ধ থাকায় তাঁকে পাওয়া যায়নি। হোয়াটসঅ্যাপে মেসেজ করা হলেও জবাব মেলেনি। কেবল মিমি নন, একই মামলায় সমন পাঠানো হয়েছে বলি তারকা ঊর্বশী রাউতেলাকেও। আগামী মঙ্গলবার তাঁকে দিল্লিতে ইডির সদর দপ্তরে হাজিরা দিতে বলা হয়েছে। উল্লেখ্য, আগস্ট মাসের শেষে অভিনেতা অঙ্কুশ সমন পেয়েছিলেন। টলিপাড়ায় তিনি প্রথম তারকা, যাঁকে বেটিং অ্যাপ মামলায় সমন পাঠানো হয়েছিল। অঙ্কুশেরও হাজিরা দেওয়ার তারিখ ১৫ সেপ্টেম্বর, অর্থাৎ আজ।  

    অনলাইন গেমিং বা বেটিংয়ের মাধ্যমে অর্থ উপার্জন সদ্য নিষিদ্ধ হয়েছে। দেশজুড়ে বেটিং অ্যাপের মামলায় বিভিন্ন ক্ষেত্রের তারকাদের তলব করেছে তদন্তকারী সংস্থা। অভিযোগ, এ ধরনের বেটিং অ্যাপগুলি বেআইনি উপায়ে কোটি কোটি টাকা উপার্জন করেছে। তারকারা প্রচার করায়, সহজেই প্রতারিত হয়েছেন সাধারণ মানুষ। এর আগে ক্রিকেটার সুরেশ রায়না, শিখর ধাওয়ান সহ বেশ কয়েকজনকে জিজ্ঞাসাবাদও করেছেন তদন্তকারীরা। গত জুলাই মাসে বেটিং অ্যাপ মামলায় ২৯ জনের বিরুদ্ধে মামলা রুজু করেছিল ইডি। সেই তালিকায় বিজয় দেবেরাকোণ্ডা, রানা দগ্গুবতী, কপিল শর্মা, প্রকাশ রাজ সহ আরও অনেকে ছিলেন। 
  • Link to this news (বর্তমান)