• ক্রিকেট থেকে এক টুকরো বৃন্দাবন, থিমের বাহারে সাজছে বিষ্ণুপুরের নানা পুজো মণ্ডপ
    বর্তমান | ১৫ সেপ্টেম্বর ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, দক্ষিণ ২৪ পরগনা: থিম ভাবনায় ক্রিকেট থেকে বৃন্দাবন। এমনই রকমারি থিমে সেজে উঠছে বিষ্ণুপুরের বিভিন্ন পুজো মণ্ডপ। এলাকাটি ডায়মন্ডহারবার লোকসভা কেন্দ্রের অধীন। মণ্ডপের পাশাপাশি আলোকসজ্জাতেও চমক দিতে চাইছে বেশ কিছু পুজো কমিটি।  

    ক্রিকেটকে থিম করে ৪১ তম বর্ষে চমক দিতে চলেছে বিষ্ণুপুরের রামচন্দ্রনগর নেতাজি সুভাষ ক্লাব। ‘ক্রিকেট প্রেমে মায়ের আশিস’— এই ভাবনাকে সামনে রেখেই তৈরি হচ্ছে মণ্ডপ। পুজো কমিটির সম্পাদক হংসরাজ বেরা বলেন, ক্রিকেটের সব বরপুত্রই ভারতে রয়েছেন। এটা মা দুর্গার আশীর্বাদ। তাই ক্রিকেটকে ঘিরেই সাজানো হচ্ছে মণ্ডপ। ব্যবহার করা হচ্ছে ক্রিকেট সংক্রান্ত বিভিন্ন সরঞ্জাম। মণ্ডপে স্টেডিয়ামের অনুভূতিও পাবেন দর্শনার্থীরা। এবারে তারা দুর্গাপুজোর বাজেট ধরেছে সাড়ে সাত লক্ষ টাকা।

    মৌদি ভ্রাতৃ সংঘের পুজোয় এবার দেখা যাবে এক টুকরো বৃন্দাবন। তারা ৪০ তম বর্ষের পুজোয় বৃন্দাবনের প্রেম মন্দিরের আদলে তৈরি করছে মণ্ডপ। উচ্চতা প্রায় ৭০ ফুট। আলোয় ঝলমল করবে প্রাঙ্গণ। সাজছে চন্দননগরের আলোকসজ্জায়। প্রেম মন্দিরের আদলে মণ্ডপ কেন, প্রশ্ন করতেই পুজো কোটির সাংস্কৃতিক সম্পাদক রাকেশ কুন্দলের স্পষ্ট জবাব, বিশ্বের বিভিন্ন প্রান্তে যুদ্ধের বাতাবরণ। শান্তির বার্তা দিতেই আমরা বৃন্দাবনের প্রেম মন্দিরের আদলে মণ্ডপ তৈরি করছি। বিষ্ণুপুর পুজো সংঘের এবার ৮৪ তম বর্ষ। তাদের থিম ‘নারী শক্তি’। এই ভাবনাকে ঘিরেই তৈরি হচ্ছে মণ্ডপ। মহিলারা যে ঘর-সংসারের পাশাপাশি বাইরের কাজেও সমান পারদর্শী, সেটাই তুলে ধরা হচ্ছে মণ্ডপে। প্রত্যেক মহিলার মধ্যেই যে দুর্গা রয়েছেন, এই ভাবনাই মূল প্রতিপাদ্য উদ্যোক্তাদের। পুজো কমিটির সাধারণ সম্পাদক প্রণব মান্না বলেন, বিভিন্ন মডেলের সাহায্যে পুরো বিষয়টি তুলে ধরা হবে। পুজোর বাজেট ২৫ লক্ষ টাকা। পঞ্চমীর দিন উদ্বোধন হওয়ার কথা। উদয়রামপুর রিক্রিয়েশন ক্লাবের পুজো এবার ৪৫ তম বর্ষে। তাদের থিমের নাম ‘বাংলা ভুলি কী করে, বাংলা বুকের ভিতরে’। বিভিন্ন জেলার বৈশিষ্ট্যকে তারা তুলে ধরছে মণ্ডপে। পুজো কমিটির যুগ্ম সম্পাদক কুন্তল ঘোড়া বলেন, দার্জিলিংয়ের চা বাগান থেকে সুন্দরবনের জঙ্গল— সবটাই দেখতে পাবেন দর্শনার্থীরা। থাকবে পুরুলিয়ার ছৌ নাচে ব্যবহৃত সরঞ্জামও। পুজোর খরচ ধরা হয়েছে ১১ লক্ষ টাকা। থিমের মণ্ডপ হলেও এখানে প্রতিমা থাকবে সাবেকি সাজে।  নিজস্ব চিত্র
  • Link to this news (বর্তমান)