• ঘর থেকে বধূর হাত-পা বাঁধা দেহ উদ্ধার, অভিযুক্ত পলাতক
    বর্তমান | ১৫ সেপ্টেম্বর ২০২৫
  • সংবাদদাতা, বারুইপুর: ঘর থেকে বছর তেইশের এক বধূর হাত-পা বাঁধা মৃতদেহ উদ্ধারকে ঘিরে শোরগোল পড়েছে। মৃতার নাম আঞ্জুয়ারা বেগম। তবে তাঁর মৃত্যুতে অভিযুক্ত ব্যক্তি পলাতক। ঘটনাটি ঘটেছে রবিবার দুপুরে, জয়নগর থানার দক্ষিণ বারাসত মাসটিকারি এলাকায়। খবর পেয়ে জয়নগর থানার পুলিশ দেহটি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে। অভিযুক্তের সন্ধানে তল্লাশিও শুরু হয়েছে। পুলিশের প্রাথমিক অনুমান, শ্বাসরোধ করে ওই বধূকে খুন করা হয়েছে। তবে ময়নাতদন্তের রিপোর্ট আসার পরেই মৃত্যুর কারণ পরিষ্কার হবে।

    পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, ওই বধূর বাড়ি মন্দিরবাজারের দাদপুর এলাকায়। তাঁর মা থাকেন বারুইপুরের মল্লিকপুরে। এই মাসটিকারি এলাকায় নুরজাহান বিবির বাড়িতে তিন মাস ধরে ঘর ভাড়া নিয়ে স্বামী-স্ত্রী পরিচয়ে ওই বধূ ও ব্যক্তি থাকতেন। যদিও তাঁরা আসল স্বামী-স্ত্রী কি না, পুলিশের কাছে তা এখনও পরিষ্কার নয়। পুলিশ জানতে পেরেছে, ওই বধূ দেড় বছর আগে বিয়ে করে বারুইপুর গোচরণ এলাকায় এক ব্যক্তির সঙ্গে থাকতেন। সেই ব্যক্তি কিন্তু এখানে ছিলেন না। তবে কী কারণে এই খুন, তাও পরিষ্কার নয় পুলিশের কাছে।

    বাড়ির মালকিন নুরজাহান বিবি বলেন, এদিন ঘরে ওই বধূকে ডাকতে গিয়ে দেখি, খাটে তাঁর মৃতদেহ হাত-পা বাঁধা অবস্থায় পড়ে আছে। এরপরে জয়নগর থানায় খবর দেওয়া হয়। পুলিশ এসে দেহ উদ্ধার করে নিয়ে যায়।  ওঁদের কোনও পরিচয়পত্রও ছিল না। তবে প্রায় দিনই ওঁদের মধ্যে অশান্তি লেগে থাকতো। কী কারণে ঝগড়া হতো, তা অবশ্য জানা নেই।

    এদিকে, এলাকার বাসিন্দারা প্রশ্ন তুলেছেন, কেন ওই ব্যক্তি ও মহিলাকে পরিচয়পত্র ছাড়া ঘর ভাড়া দেওয়া হল। তাঁরা বলেন, দীর্ঘদিন ধরে এই এলাকায় কোনও পরিচয়পত্র ছাড়া ঘর ভাড়া দেওয়া হচ্ছে। অনেকে পয়সার লোভে ঘর ভাড়া দিচ্ছেন। পুলিশকে বলব এই ব্যাপারে খোঁজ নিতে।  নিজস্ব চিত্র
  • Link to this news (বর্তমান)