• কয়েকদিন বন্ধ থাকার পর নুরপুর থেকে গাদিয়াড়া ও গেঁওখালির লঞ্চ ফের চালু
    বর্তমান | ১৫ সেপ্টেম্বর ২০২৫
  • সংবাদদাতা, উলুবেড়িয়া: অবশেষে স্বস্তির খবর। কয়েকদিন বন্ধ থাকার পর আজ, সোমবার ফের দক্ষিণ ২৪ পরগনার নুরপুর থেকে গাদিয়াড়া লঞ্চ পরিষেবা চালু হচ্ছে। ইতিমধ্যে গাদিয়াড়া জেটিঘাটে এই মর্মে হুগলি নদী জলপথ পরিবহণ সমবায় সমিতির পক্ষ থেকে নোটিশ সাঁটা হয়েছে। সোমবার এই পথে লঞ্চ পরিষেবা চালু হওয়ার আগে রবিবার বিকেলে লঞ্চ চালানো হয় পরীক্ষামূলকভাবে। প্রশাসন সূত্রে খবর, নুরপুরে থাকা পোর্ট ট্রাস্টের জেটি থেকে লঞ্চ চালানো হবে। এছাড়া রবিবার বিকেলেই নুরপুর থেকে গেঁওখালি লঞ্চ চালু হয়েছে। প্রশাসন সূত্রে খবর, ভিড় নিয়ন্ত্রণ করতে জেটিতে পুলিশ মোতায়েন থাকবে।

    জানা গিয়েছে, ৯ সেপ্টেম্বর নুরপুর জেটি ঘাট সংলগ্ন নদী বাঁধে ফাটল দেখা দেয়। জেটিও ক্ষতিগ্রস্ত হয়। এরপরেই প্রশাসনের পক্ষ থেকে নুরপুর থেকে গাদিয়াড়া এবং গেঁওখালির লঞ্চ পরিষেবা বন্ধ করে দেওয়া হয়। সমস্যায় পড়েন নিত্যযাত্রী থেকে সাধারণ মানুষ। অনেকটা ঘুরপথে যাতায়াত করতে গিয়ে একদিকে যেমন তাদের সময়ের অপচয় হতো, অন্যদিকে গাঁটের কড়িও অনেক বেশি খরচ হতো। অবশেষে রবিবার প্রশাসনের পক্ষ থেকে বৈঠকে পোর্ট ট্রাস্টের জেটি থেকে লঞ্চ চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়।

    গাদিয়াড়া জেটিঘাটের ম্যানেজার অশোক পাল জানান, প্রশাসনের সিদ্ধান্ত অনুযায়ী সোমবার সকাল থেকে ফের গাদিয়াড়া নুরপুর লঞ্চ পরিষেবা শুরু হবে। তবে রবিবার বিকেলে আমরা পরীক্ষামূলকভাবে ২টি লঞ্চ চালিয়েছি। তবে কয়েকটি শর্ত মেনে এবার লঞ্চ চালানো হবে। কোনওভাবে একসঙ্গে ৫০ জনের বেশী যাত্রী বহন করা হবে না। লঞ্চে কোনও মোটর সাইকেল পারাপার করা হবে না। গাদিয়াড়া থেকে শেষ ট্রিপ ৫টা ১০-এর পরিবর্তে ৫টা ৩০ মিনিটে ছাড়বে এবং নুরপুর থেকে শেষ ট্রিপ সন্ধ্যা ৬টায় ছাড়বে।

    এদিকে, লঞ্চ পরিষেবা ফের চালু হওয়ায় খুশি গাদিয়াড়ার ব্যবসায়ীরা। তাঁরা জানান লঞ্চে নিত্যযাত্রীর পাশাপাশি পর্যটকরাও এখানে আসতেন। ব্যবসা-বাণিজ্য হতো। লঞ্চ পরিষেবা বন্ধ হওয়ায় ব্যবসা মার খাচ্ছিল। তবে লঞ্চ পরিষেবা ফের চালু হওয়ায় সেটা বন্ধ হবে। - নিজস্ব চিত্র
  • Link to this news (বর্তমান)