সোশ্যাল মিডিয়ায় একের পর এক লাইভ পোস্ট, গুলশন কলোনির মিনি ফিরোজ এখনও অধরা!
বর্তমান | ১৫ সেপ্টেম্বর ২০২৫
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: নেপথ্যে থেকে একের পর এক হুমকি বার্তা ও মেসেজ পাঠানোর পরেও গুলশন কলোনিতে বোমা ও গুলি চালানোর ঘটনায় অভিযুক্ত মিনি ফিরোজ এখনও অধরা। প্রযুক্তি ব্যবহার করে বারবার লোকেশন বদল করছে সে। মেসেজ বা ফেসবুক লাইভের ক্ষেত্রে অন্যের নেট কানেকশন ব্যবহার করছে। যে কারণে তাকে ধরতে রীতিমতো বেগ পেতে হচ্ছে তদন্তকারীদের। তাকে ধরতে শীঘ্রই বিহার রওনা দিচ্ছে গোয়েন্দাদের একটি টিম।
বৃহস্পতিবার সন্ধ্যায় গুলশন কলোনিতে হিন্দি সিনেমার কায়দায় গুলি চালানো ও বোমা ছোড়ার ঘটনা ঘটে। মূল অভিযুক্ত মিনি ফিরোজ ঘটনার পর থেকেই বেপাত্তা। ট্রেনে করে সে বিহারে গিয়েছে কি না, তা জানতে হাওড়া ও শিয়ালদহ দুই স্টেশনের সিসি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখা হয়। কিন্তু সেখানে কিছু ধরা না পড়ায় তদন্তকারীদের অনুমান, শাসকদলের ছত্রছায়ায় থাকা ফিরোজ সড়কপথেই কলকাতা ছেড়েছে। বিহারে সে এখন গোপন ডেরায় রয়েছে। তদন্তকারীরা জানতে পেরেছেন, বিহারের একাধিক অস্ত্র ব্যবসায়ীর সঙ্গে তার যোগ রয়েছে। সম্ভবত তাদের ওখানেই গা ঢাকা দিয়েছে সে। তাকে ঘিরে রয়েছে সশস্ত্র দুষ্কৃতীরা। যাতে পুলিস সহজে তার নাগাল না পায়। ইতিমধ্যেই বিহার পুলিসের সঙ্গে কথা বলেছেন তদন্তকারীরা। তাঁরা ইতিমধ্যেই বেশ কিছু তথ্য হাতে পেয়েছেন। জানা গিয়েছে, বিহারে থাকা শাগরেদদের ইন্টারনেট কানেকশন ব্যবহার করে ফেসবুক লাইভ বা মেসেজ পাঠাচ্ছে সে। সিম ছাড়া ওয়াইফাই জোন থেকে ফিরোজ মোবাইল ব্যবহার করছে। যে কারণে তার অবস্থান বারবার বদল দেখাচ্ছে। গোয়েন্দারা জানতে পেরেছেন, সে কোথাও ঘণ্টা দু’-তিনের বেশি থাকছে না। যে কারণে তার প্রকৃত অবস্থান চিহ্নিত করা যাচ্ছে না। তবে অভিযুক্ত কলকাতায় কার কার সঙ্গে যোগাযোগ রাখছে, সেই সূত্র ধরেই তাকে পাকড়াও করার চেষ্টা চলছে। ফাইল চিত্র