• মদ্যপানের আসর তুলতে গিয়ে আক্রান্ত পুলিশ, ধৃত ২ অভিযুক্ত
    বর্তমান | ১৫ সেপ্টেম্বর ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: থানার কাছে বসেছিল মদ্যপানের আসর। আর তা তুলতে গিয়ে খাস কলকাতায় আক্রান্ত হতে হল পুলিশকে।  শনিবার রাত সাড়ে বারোটা নাগাদ ঘটনাটি ঘটেছে সার্ভে পার্ক থানার কাছে। দুষ্কৃতীদের মারধরে চোখের নীচে আঘাত পেয়েছেন সাব ইনসপেক্টর পিন্টু দাস। হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পর তাঁকে অবশ্য ছেড়ে দেওয়া হয়েছে। এদিকে, কর্তব্যরত পুলিসকর্মীর কাজে বাধাদান ও মারধরের ঘটনায় দুই অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিস। পলাতক আরও দুই অভিযুক্তের খোঁজ চলছে।

    পুলিস সূত্রে জানা গিয়েছে, শনিবার রাত সাড়ে বারোটা নাগাদ সার্ভে পার্ক থানায় খবর আসে যে, কাছেই মদ্যপান চলছে। তা শুনে সাব ইনসপেক্টর পিন্টু দাস টিম নিয়ে সেখানে যান। তখন সেখানে মদ্যপান করছিলেন জনা চারেক যুবক। সঙ্গে চলছিল গালিগালাজ। পুলিস তাঁদের সেখান থেকে উঠে যেতে বলে। কিন্তু অভিযুক্ত যুবকরা পুলিসের কথায় কান না দিয়ে মদ্যপান করতে থাকেন। এরপরই কর্তব্যরত অফিসার ও অন্য পুলিসকর্মীরা ওই যুবকদের সেখান থেকে তুলে দিতে উদ্যত হন। সরিয়ে দেওয়া হয় মদের বোতল। অভিযোগ, তখনই ওই সাব ইনসপেক্টরের উপর চড়াও হন চার অভিযুক্ত। তাঁরা ওই অফিসারকে এলোপাথাড়ি মারতে থাকেন। এতে তিনি আহত হন। এরপর অন্য পুলিসকমীরা এসে তাঁকে বাঁচান। এই মারধরের পর অভিযুক্তরা পালানোর চেষ্টা করলে পুলিস তাড়া করে  দু’জনকে ধরে ফেলে। বাকি দু’জন পালিয়ে যান।

    সকলের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় কেস রুজু করা হয়। স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেছেন, রোজ সন্ধ্যা নামলেই এখানে মদ্যপানের আসর বসে। বিভিন্ন জায়গা থেকে বহিরাগতরা এসে জড়ো হন। সঙ্গে চলতে থাকে অশ্রাব্য ভাষায় গালিগালাজ। এই মদের আসরের দাপটে এলাকায় রাতে চলাফেরা করাই সমস্যা হয়ে দাঁড়াচ্ছে। এই নিয়ে বিভিন্ন জায়গায় অভিযোগ জানিয়েছেন তাঁরা। মাঝে মাঝে পুলিস আসে। তখন এলাকা ফাঁকা হয়ে যায়। তবে পুলিস টহল দিয়ে চলে গেলে ফের জড়ো হন বহিরাগতরা। রোজই তাঁদের সংখ্যা বাড়ছে। একাধিক গ্রুপ বসে মদ্যপান করছে। এমনকী বিভিন্ন ছুটির দিনে বড়সড় পার্টি করছে।

    অন্যদিকে পুলিসের দাবি, রাস্তায় মদ্যপানের খবর এলেই সঙ্গে সঙ্গে তারা ব্যবস্থা নেয়। প্রকাশ্যে মদ্যপান বন্ধ করতে টহলও চলে এলাকায়। কারা এই আসর বসাচ্ছেন, তাই নিয়ে তারা খোঁজখবর করছে। 
  • Link to this news (বর্তমান)