৭৬ বছর বয়সে অঙ্গদান প্রাক্তন স্বাস্থ্য অধিকর্তার, প্রবীণতম দাতার অঙ্গে নবজীবন লাভ চারজনের
বর্তমান | ১৫ সেপ্টেম্বর ২০২৫
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: পশ্চিমবঙ্গের অঙ্গদান আন্দোলনের ইতিহাসে রচিত হল নতুন ইতিহাস। পূর্ব ইচ্ছাকে সম্মান জানিয়ে বুধবার রাজ্যের প্রাক্তন স্বাস্থ্য অধিকর্তা চিকিৎসক সঞ্চিতা বক্সির অঙ্গদান করলেন তাঁর পরিবারের সদস্যরা। সঞ্চিতাদেবীর দানের অঙ্গে নতুন জীবন পেতে চলেছেন চারজন। উল্লেখযোগ্য বিষয় হল, বাংলার অঙ্গদানের ইতিহাসে ডক্টর বক্সি হলেন প্রবীণতম দাতা। ব্রেন ডেথ ঘোষণাকালে তাঁর বয়স হয়েছিল ৭৬ বছর। তাঁর দু’চোখ, দু’টি কিডনি এবং লিভার পেলেন চারজন।
২০০৬-০৯ পর্যন্ত পশ্চিমবঙ্গের স্বাস্থ্য অধিকর্তা ছিলেন সঞ্চিতাদেবী। প্রয়াত প্রাক্তন স্বাস্থ্য অধিকর্তার বড় জামাই রূপককান্তি বিশ্বাস একজন চক্ষু বিশেষজ্ঞ। রবিবার রাতে তিনি জানান, সঞ্চিতাদেবী আগেই অঙ্গদানের ইচ্ছা প্রকাশ করেছিলেন। তাই যখন পরিস্থিতি এল, সিদ্ধান্ত নিতে দেরি করিনি আমরা। পরিবার সূত্রে আরও জানা গিয়েছে, ১০ সেপ্টেম্বর ভোরবেলা হেমারেজিক স্ট্রোকে আক্রান্ত হন নিউটাউনের বাসিন্দা সঞ্চিতাদেবী। তাঁকে ই এম বাইপাস সংলগ্ন একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। ১৩ সেপ্টেম্বর হাসপাতালের ব্রেন ডেথ ডিক্লারেশন কমিটি সঞ্চিতাদেবীর মস্তিষ্কের মৃত্যু ঘোষণা করে। তাঁর দু’টি চোখ তথা কর্নিয়া একটি নামকরা চক্ষু হাসপাতালে দান করা হয়েছে। মুকুন্দপুর লাগোয়া একটি বড় বেসরকারি হাসপাতালের একজন গ্রহীতার শরীরে বসছে কিডনি দু’টি। লিভার পেলেন পিজি হাসপাতালের এক রোগী। ফাইল চিত্র