অ্যাকাউন্টে জমা পড়া সাইবার জালিয়াতির টাকা না ফেরানোয় অপহৃত যুবক, ধৃত ৩
বর্তমান | ১৫ সেপ্টেম্বর ২০২৫
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: সাইবার জালিয়াতি থেকে পাওয়া টাকা রাখার জন্য বিভিন্ন ব্যক্তির অ্যাকাউন্ট ‘ভাড়া’ নিতেন কিছু দুষ্কৃতী। কিন্তু এমনই এক ব্যক্তি তাঁর অ্যাকাউন্ট ভাড়া দিয়ে সেখানে রাখা প্রায় দু’লক্ষ টাকা ফেরত দিতে চাননি। তাতে ওই অ্যাকাউন্টের মালিক নাসিম হুসেনকেই ধানবাদে অপহরণ করে নিয়ে গিয়ে আটকে রেখে মুক্তিপণ চাওয়ার অভিযোগ উঠল দুষ্কৃতীদের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে তিলজলা এলাকায়। নাসিমের বাবার অভিযোগের ভিত্তিতে ধানবাদ থেকে শনিবার তিন অপহরণকারীকে গ্রেফতার করেছে পুলিশ। উদ্ধার হয়েছেন অপহৃত।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, অপহৃত নাসিম একটি দোকানে কাজ করেন। তাঁর সঙ্গে পরিচয় ছিল অভিযুক্ত যুবকদের। তাঁরা বলেন, নাসিম অ্যাকাউন্ট ভাড়া দিলে মোটা টাকা কমিশন পাবেন প্রতি মাসে। তাতে রাজি হয়ে নাসিম তাঁর অ্যাকাউন্টের নথি সাইবার প্রতারকদের দেন। এরপর কিছুদিন আগে নাসিমের এই অ্যাকাউন্টে দু’লক্ষ টাকা পাঠায় দুষ্কৃতীরা। কিন্তু অভিযোগ, সেই টাকা নাসিম ওই যুবকদের দেননি। উল্টে নিজেই সেই টাকা খরচ করেন। অভিযুক্তরা টাকা চাইলে ওই যুবক জানান টাকা নেই। এরপর ১১ সেপ্টেম্বর তাঁকে রাস্তা থেকে অপহরণ করে ধানবাদে নিয়ে যান ওই দুষ্কৃতীরা।
নাসিমের বাবা পুলিশকে জানিয়েছেন, ছেলেকে দিয়ে দুষ্কৃতীরা ফোন করান। দু’লক্ষ টাকা মুক্তিপণ দিলে নাসিমকে ছাড়া হবে বলে জানানো হয়। সেই ফোন পেয়েই তিনি পুলিশের দ্বারস্থ হন। পুলিস তদন্তে নেমে যে নম্বর থেকে ফোন এসেছিল, তার ‘লোকেশন’ দেখে ধানবাদে যায়। তিলজলা থানার অফিসাররা সেখানে পৌঁছে অপহৃতকে উদ্ধার করেন। গ্রেফতার করা হয় তিনজনকে। ধৃতরা জেরায় পুলিসকে জানিয়েছে, তাঁদের সঙ্গে বিভিন্ন বেআইনি কল সেন্টার মালিকদের যোগাযোগ রয়েছে। এই কল সেন্টারগুলি জালিয়াতি করে যে টাকা পাচ্ছে, তা তাদের মাধ্যমে সাদা করা হয়। অপহৃত নাসিমের অ্যাকউন্টও তাঁরা এজন্য ভাড়া নিয়েছিলেন। সেখানে আসা টাকা না দেওয়াতেই অপহরণ করেন ওই যুবককে।