হাসনাবাদ শাখায় লোকাল ট্রেন থেকে পড়ে প্রৌঢ়ের মৃত্যু, রেলপুলিশ তদন্তে
দৈনিক স্টেটসম্যান | ১৫ সেপ্টেম্বর ২০২৫
রবিবার সকালে শিয়ালদহ-হাসনাবাদ শাখায় মর্মান্তিক দুর্ঘটনা। চলন্ত লোকাল ট্রেন থেকে পড়ে প্রাণ হারিয়েছেন এক প্রৌঢ়। ঘটনার পর এলাকায় যথেষ্ট চাঞ্চল্যের সৃষ্টি হয়। রেলপুলিশের উদ্যোগে দ্রুত ব্যবস্থা নেওয়া হয়েছে। মৃতদেহ উদ্ধার করে বারাসত মেডিক্যাল কলেজে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়। তবে কীভাবে এই দুর্ঘটনাটি ঘটল তা জানার জন্য তদন্ত শুরু করেছে রেলপুলিশ।
জানা গিয়েছে, মৃতের নাম সুকুমার সরকার। বয়স ৫৩ বছর। তিনি বসিরহাটের মাটিয়া থানার নেহালপুরের বাসিন্দা। শনিবার সকালে আপ হাসনাবাদ লোকাল ট্রেনে চেপে চাঁপাপুকুর স্টেশন ছাড়ার পর উত্তর দেবীপুর যাওয়ার পথে ৩৭ নম্বর রেলগেটের কাছে আচমকাই ট্রেন থেকে পড়ে যান। খবর পেয়ে রেলপুলিশ তাঁকে দ্রুত উদ্ধার করেন এবং হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তাঁর পরিচয়পত্র ও মোবাইল ফোন দেখে পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়।
এদিকে তদন্তে রেলপুলিশ সব সম্ভাব্য দিক খতিয়ে দেখছে। প্রবল ভিড়ের চাপ, দুর্ঘটনাজনিত ধাক্কা বা অন্য কোনো কারণ— সবকিছুরই খোঁজ নেওয়া হচ্ছে। আত্মহত্যার সম্ভাবনা খতিয়ে দেখলেও তা প্রাথমিকভাবে নিশ্চিত নয়। দুর্ঘটনার সঠিক কারণ জানতে তদন্ত প্রক্রিয়া অব্যাহত রয়েছে।