• সীমান্তে কড়া নজরদারি, ট্রলার ও জাল-সহ গ্রেপ্তার ১৯ জন বাংলাদেশি মৎস্যজীবী
    এই সময় | ১৫ সেপ্টেম্বর ২০২৫
  • সুন্দরবনের জঙ্গলে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে সীমান্ত নিরাপত্তা বাহিনীর হাতে ধরা পড়লেন ১৯ জন বাংলাদেশি মৎস্যজীবী। সূত্রের খবর, গত শুক্রবার গভীর রাতে ক্ষীরোদখালি এলাকা থেকে মাছ ধরার ট্রলার ও জাল-সহ তাঁদেরকে আটক করা হয়। দু’দিন ধরে জেরা করার পরে রবিবার দুপুরে সেনারা তাঁদেরকে সুন্দরবন কোস্টাল থানার পুলিশের হাতে তুলে দেন। পুলিশ সূত্রের খবর, ধৃত বাংলাদেশিদের বিরুদ্ধে ফরেনার্স অ্যাক্টে মামলা রুজু করা হয়েছে। সোমবার তাঁদের আলিপুর আদালতে তোলা হবে।

    অভিযোগ, ওই ১৯ জন বাংলাদেশি মৎস্যজীবী আন্তর্জাতিক সীমানা অতিক্রম করে ভারতীয় জলসীমায় ঢুকে অবৈধভাবে মাছ ধরছিলেন। তাঁদেরকে দেখে সীমান্ত নিরাপত্তা বাহিনীর সেনাদের প্রথমে সন্দেহ হয়। এর পরে তাঁরা বাংলাদেশি মৎস্যজীবীদের জিজ্ঞাসাবাদ করতে শুরু করেন। টানা দু’দিন ধরে জেরার পরে রবিবার তাঁদেরকে সুন্দরবন কোস্টাল থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়।

    স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, দীর্ঘদিন ধরেই ওই অঞ্চলে বাংলাদেশি মৎস্যজীবীদের অনুপ্রবেশ ঘটছে। এর ফলে ভারতীয় মৎস্যজীবীরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন। অবৈধভাবে মাছ ধরার কারণে শুধু স্থানীয় ব্যবসায় নয়, বনদপ্তরের অনুমতি ছাড়া এমন কাজ পরিবেশেরও মারাত্মক ক্ষতি করছে। প্রশাসন আশ্বাস দিয়েছে, এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি যাতে আর না হয়, তার জন্য সীমান্তে নজরদারি আরও জোরদার করা হবে।

    কড়া পদক্ষেপে এ ধরনের অনুপ্রবেশ বন্ধ হবে বলে আশাবাদী স্থানীয় বাসিন্দারা। শুধু তাই নয়, সুন্দরবনের মতো সংবেদনশীল এলাকায় এই ধরনের অবৈধ প্রবেশ রুখতে প্রশাসন আরও সজাগ থাকবে বলেও তাঁরা মনে করছেন।

  • Link to this news (এই সময়)