• বঙ্গোপসাগরে ফের নিম্নচাপের ভ্রুকুটি, পুজোর মুখেই বঙ্গে ভারী বৃষ্টির সতর্কতা জারি 
    এই সময় | ১৫ সেপ্টেম্বর ২০২৫
  • পুজোর মুখেই ফের নিম্নচাপের ভ্রুকুটি। উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে তৈরি হয়েছে একটি নতুন নিম্নচাপ। যদিও সেই নিম্নচাপের সরাসরি কোনও প্রভাব পড়বে না বঙ্গে। কিন্তু প্রচুর জলীয় বাষ্প প্রবেশ করবে রাজ্যে। আর তার প্রভাবেই পুজোর কয়েক দিন আগে আরও একবার বৃষ্টিতে ভাসতে চলেছে দক্ষিণবঙ্গ। রবিবারই দফায় দফায় বিক্ষিপ্তভাবে বৃষ্টি হয়েছে দক্ষিণবঙ্গের বেশ কিছু জায়গায়। আজ, সোমবার থেকে বাড়বে বৃষ্টির পরিমাণ, এমনটাই খবর আবহাওয়া দপ্তর সূত্রে। 

    এই নিয়ে গত ৪৯ দিনে ১৫টি নিম্নচাপ তৈরি হয়েছে বঙ্গোপসাগরে। যদিও এই নিম্নচাপ সরাসরি বাংলায় প্রবেশ করবে না বলেই জানিয়েছে হাওয়া অফিস। ওডিশা ও অন্ধ্রপ্রদেশ উপকূল হয়ে ছত্তিসগড়ের দিকে এগিয়ে যাবে। তবে নিম্নচাপের প্রভাবে প্রচুর জলীয় বাষ্প ঢুকবে রাজ্যে। আর তার ফলেই বাড়বে বৃষ্টি। নিম্নচাপের জন্য দক্ষিণবঙ্গের সব জেলাতেই মাঝারি থেকে ভারী বৃষ্টির পূর্বাভাস জারি করেছে আবহাওয়া দপ্তর।  

    তবে ধীরে ধীরে দেশ থেকে সরতে শুরু করেছে বর্ষা। রবিবার রাজস্থান থেকে এই বছরের মতো বর্ষার বিদায় হয়েছে। আজ, সোমবার পাঞ্জাব এবং গুজরাট থেকেও বর্ষা সরতে পারে বলে জনিয়েছে আবহাওয়া দপ্তর। 

    দক্ষিণবঙ্গে গতকাল থেকেই বিভিন্ন জায়গায় বৃষ্টি শুরু হয়েছে। আজ সোমবার থেকে দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পরিমাণ বাড়বে। বৃষ্টির সঙ্গে ঝোড়ো বাতাস বইতে পারে। মঙ্গলবারও জারি থাকবে একইরকম পরিস্থিতি। তবে বুধবার, বিশ্বকর্মা পুজোর দিন থেকে বৃষ্টির পরিমাণ কমার সম্ভাবনা রয়েছে বলে জানাচ্ছে আবহাওয়া দপ্তর। ওইদিন দক্ষিণ ২৪ পরগনা, দুই বর্ধমান, বীরভূম ও পুরুলিয়াতে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। বৃহস্পতিবার ও শুক্রবার কম থাকবে বৃষ্টির পরিমাণ। সপ্তাহান্তে বৃষ্টি কম থাকায় আর্দ্রতাজনিত অস্বস্তি বাড়বে। 

    কলকাতায় বিশ্বকর্মা পুজোর আগের দিন অর্থাৎ মঙ্গলবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে বৃষ্টি ধরলে মাত্রতিরিক্ত আর্দ্রতাজনিত অস্বস্তি নাজেহাল করবে কলকাতাবাসীকে।

    উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সতর্কতা জারি থাকছে এখনও। সোমবার ভারী বৃষ্টি হতে পারে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি ও কোচবিহার জেলাতে। মঙ্গলবার থেকে শুক্রবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি দার্জিলিং-সহ উত্তরের পাঁচ জেলায়। দুই দিনাজপুরেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকছে। জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা সবচেয়ে বেশি থাকবে।

  • Link to this news (এই সময়)