তারকেশ্বরের কাছে চাঁপাডাঙ্গায় বিস্ফোরণ, গ্যাস সিলিন্ডার ফেটে আগুনে ভস্মীভূত একাধিক দোকান...
আজকাল | ১৫ সেপ্টেম্বর ২০২৫
আজকাল ওয়েবডেস্ক: রবিবার সকালে ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠল চাঁপাডাঙ্গা বাসস্ট্যান্ড। পরপর তিনটি গ্যাস সিলিন্ডার ফেটে আগুনে পুড়ে ছাই হয়ে গিয়েছে ছয়'টি দোকান। দাউ দাউ করে আগুন জ্বলতে থাকে এলাকার একাধিক দোকান। আচমকা বিকট শব্দ পেয়ে আতঙ্কে চিৎকার করতে শুরু করেন স্থানীয়রা। বিস্ফোরণের খবর পেয়ে ছুটে আসে দমকল ও তারকেশ্বর থানার পুলিশ। দমকল কর্মীরা ঘটনাস্থলে পৌঁছেই আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করেন। তবে স্বস্তির যে দুর্ঘটনায় হতাহতের কোনও খবর মেলেনি।
জানা গিয়েছে বাস স্ট্যান্ড সংলগ্ন চপের দোকান লাগোয়া দু'টি রেস্তরা, একটি ফুলের দোকান-সহ মোট ছয়টি দোকানে আগুন লেগে যায়।
প্রথমে স্থানীয় বাসিন্দারাই আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। কিন্তু আগুনের তীব্রতা এতটাই বেশি ছিল যে মুহূর্তের মধ্যে দোকানগুলি পুড়ে যায়। তারপরে খবর দেওয়া হয় দমকল বিভাগ ও তারকেশ্বর থানায়। ঘটনাস্থলে দ্রুত ছুটে আসে পুলিশ ও দমকল বিভাগের কর্মীরা। একটি ইঞ্জিনের সাহায্যে আগুন নিয়ন্ত্রণে আনে দমকল বিভাগের কর্মীরা। তবে দমকল আসার আগেই কয়েক মিনিটের মধ্যেই ছয়'টি দোকান আগুনে পুড়ে ছাই হয়ে যায়। তবে দুর্ঘটনায় কত পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তা এখনও জানা যায়নি। স্বস্তির এটাই যে দুর্ঘটনায় হতাহতের কোনও খবর মেলেনি।
তবে বিশ্বকর্মা পুজোর আগে ব্যাপক ক্ষতির মুখে পড়লের দোকানের মালিকরা। দমকলের বিভাগের প্রাথমিক অনুমান গাস সিলিন্ডার ফেটে দোকানে আগুন লেগেছে। তবে কীভাবে গ্যাস সিলিন্ডার ফাটল গোটা বিষয়টা খতিয়ে দেখছে পুলিশ ও দমকল বিভাগ।