ঝাড়খণ্ডে যৌথবাহিনীর হাতে নিকেশ মাওবাদীদের শীর্ষ কমান্ডার, মাথার দাম ছিল ১ কোটি টাকা
বর্তমান | ১৫ সেপ্টেম্বর ২০২৫
রাঁচি, ১৫ সেপ্টেম্বর: মাওবাদী দমন অভিযানে বড়সড় সাফল্য পেল নিরাপত্তা বাহিনী ও ঝাড়খণ্ড পুলিস। বেশ কয়েকদিন ধরেই ঝাড়খণ্ডের নানা জঙ্গলে ঘেরা এলাকায় তল্লাশি চালাচ্ছে যৌথবাহিনী। আজ, সোমবার সকালে সেই অভিযানে এসেছে বড়সড় সাফল্য। নিরাপত্তা বাহিনীর কোবরা ব্যাটেলিয়ন, গিরিডি ও হাজারিবাগ পুলিসের যৌথ অভিযানে নিকেশ করা গিয়েছে তিন মাওবাদীকে। তার মধ্যে রয়েছে মাওবাদীর শীর্ষ কমান্ডার সহদেও সোরেন। মাওবাদীদের সেন্ট্রাল কমিটির সদস্য ছিল সহদেও। পূর্ব ভারতের মোস্ট ওয়ান্টেড মাওবাদীদের মধ্যে নাম ছিল তার।তাই সহদেও-র মাথার দাম ছিল ১ কোটি টাকা। আজ, সোমবার সকালে করন্ডি গ্রামে মাওবাদীদের লক্ষ্য করে গুলি চালায় যৌথবাহিনী। পাল্টা মাওবাদীরাও হামলা চালায়। যদিও যৌথবাহিনীর সঙ্গে গুলির লড়াইয়ে নিহত হয়েছেন তিন মাওবাদী। সহদেও ছাড়াও বাকিরা হলেন, রঘুনাথ হেমব্রম ওরফে চঞ্চল ও বীরসেন। তাদের মাথার দাম ছিল যথাক্রমে ২৫ ও ১০ লক্ষ। ওই মাওবাদীদের কাছ থেকে প্রচুর অস্ত্র উদ্ধার হয়েছে। এখনও তল্লাশি চালাচ্ছে যৌথবাহিনী।