• কোথায় ‘উই ওয়ান্ট জাস্টিস?’ আর জি করের ডাক্তারি পড়ুয়ার মৃত্যুতে চুপ প্রতিবাদীরা!
    প্রতিদিন | ১৫ সেপ্টেম্বর ২০২৫
  • স্টাফ রিপোর্টার: সব ঘটনায় আওয়াজ নেই। প্রতিবাদ হয় বাছাই করে। শহরে দুই শিক্ষা প্রতিষ্ঠান যাদবপুর বিশ্ববিদ্যালয় ও আর জি কর মেডিক্যাল কলেজের দুই পড়ুয়ার রহস্যমৃত্যুর পরে ‘শখে’র বিপ্লবীদের নিস্তব্ধতা দেখে এমনটাই বলছে নাগরিক সমাজ। সম্প্রতি যাদবপুর বিশ্ববিদ্যালয়ে রহস্যজনকভাবে মারা গিয়েছেন ইংরেজি অনার্সের অনামিকা মণ্ডল। সে ঘটনার রেশ কাটতে না আর জি করের ডাক্তারি ছাত্রী অনিন্দিতা সোরেনের মৃত্যুর খবর এসেছে। এ ঘটনায় খুনের অভিযোগ এনেছেন অনিন্দিতার মা-বাবা। ঘটনায় গ্রেপ্তারও হয়েছে মালদহ মেডিক্যালের ডাক্তারি পড়ুয়া উজ্জ্বল সোরেন। শহরে দু’দুটো নামজাদা শিক্ষা প্রতিষ্ঠানে মৃত্যু! এত কিছুর পরেও ধু ধু করছে রাস্তাঘাট!

    ‘উই ওয়ান্ট জাস্টিস’ বলে আর কেউ মিছিলে নেই। নেই রাস্তায় হাততালি দিয়ে র‍্যালি। ২০২৪-এর প্রতিবাদীরা আক্ষরিক অর্থেই পঁচিশের শরতে শীতঘুমে। যা দেখেশুনে হতবাক সেদিনের ডাক্তারদের ডাকে পথে নামা আমজনতার একটা অংশ। তাঁদের কথায়, “এ তো দেখছি সিলেক্টিভ প্রতিবাদ। প্রতিবাদ করে রাস্তায় নামার আড়ালে আসল উদ্দেশ্য ছিল নিজেদের জনপ্রিয়তা-প্রসিদ্ধি বাড়ানো। কার্যসিদ্ধি হতেই এখন স্পিকটি নট।”

    বস্তুত, আমজনতার সেই অভিযোগ মিলেও যাচ্ছে বাস্তবে। সেদিনের সেই প্রতিবাদীদের অনেকেরই সিনেমা আসছে এই পুজোয়। অভিনেত্রী সোহিনী সরকার, অভিনেতা কিঞ্জল নন্দর নতুন সিনেমা আসছে পুজোয়। প্রতিবাদ ছেড়ে তাঁরা ব্যস্ত প্রোমোশনে! প্রাক্তন বাম মন্ত্রীর কন্যা অভিনেত্রী উষসী চক্রবর্তী ব্যাকুল রিল বানাতে। সামাজিক মাধ্যমে এই দুই মৃত্যু নিয়ে একলাইনও লেখেননি শ্রীলেখা মিত্র। শনিবার নিজের বিয়ের অ্যালবামের পুরনো ছবি শেয়ার করতে দেখা গিয়েছে তাঁকে। প্রতিবাদী আসফাকুল্লা নাইয়া আবার দুর্গাপুজোর আগে ঘুরছেন কাশফুলের চরে। তা নিয়ে ভিডিও করতেই তিনি ব্যস্ত। কিন্তু যাদবপুরের ইংরেজি অনার্সের পড়ুয়া অনামিকা মণ্ডল এবং আর জি কর মেডিক্যাল কলেজের ডাক্তারি পড়ুয়া অনিন্দিতা সোরেনের মৃত্যুর প্রতিবাদে টু শব্দ নেই এঁদের!

    প্রতিবাদী চিকিৎসককুলের অবস্থাও তথৈবচ। ডা. সুবর্ণ গোস্বামী, ডা. নারায়ণ বন্দ্যোপাধ্যায়, ডা. অনিকেত মাহাতো, ডা. দেবাশিস হালদার মুখে কুলুপ এঁটেছেন। আর জি কর মেডিক্যাল কলেজে অনিন্দিতার সহপাঠীরা বলছেন, ”ওর জন্য একটা মোমবাতি পর্যন্ত জ্বালানো হল না। হল না কোনও শোকমিছিল। রং দেখে এই প্রতিবাদকে আমরা ধিক্কার জানাই। আর জি কর মেডিক্যাল কলেজের ডাক্তারি পড়ুয়া অনিন্দিতা কেন অভয়ার ভালোবাসা পাচ্ছেন না?”

    নাগরিক সমাজের ধারণা, এখানে ডাক্তারি পড়ুয়ার খুনের অভিযোগে গ্রেপ্তার হয়েছে আরও এক ডাক্তারি পড়ুয়া। রাস্তায় নামলে সেমসাইড গোল হওয়ার চান্স আছে ভেবেই অন্ধ সেজে আছে, চিকিৎসক সমাজ। এর মধ্যে বামেদের আচরণ দেখে স্তম্ভিত-হতবাক আমজনতা। নিজের রাজ্যে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ছাত্রীর রহস্যমৃত্যু। সে বিশ্ববিদ্যালয়ে ছাত্র ইউনিয়নে ক্ষমতায় আবার বামেদের ছাত্র সংগঠন! অথচ বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর রহস্যমৃত্যু নিয়ে একটা শব্দও না খরচ করে বাম নেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায় সমাজমাধ্যমে বক্তব্য রেখেছেন প্যালেস্টাইন নিয়ে। আর জি কর অথবা যাদবপুর নিয়ে মুখ বন্ধ তাঁর। একই পথে হেঁটেছেন দীপ্সিতা ধরও। আর জি কর মেডিক্যাল কলেজে ডাক্তারি পড়ুয়ার মৃত্যু নিয়ে কোনও কথা শোনা যায়নি তাঁর গলাতেও।
  • Link to this news (প্রতিদিন)