চৈনিক চাল থেকে পাক উসকানি! সিঁদুর সাফল্যের পর কলকাতায় সেনার সঙ্গে জরুরি বৈঠকে মোদি
প্রতিদিন | ১৫ সেপ্টেম্বর ২০২৫
স্টাফ রিপোর্টার: সেনা সম্মেলনে যোগ দিতে কলকাতায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ফোর্ট উইলিয়ামে (বিজয় দুর্গ) শুরু হচ্ছে তিনদিনের এই গুরুত্বপূর্ণ সেনা সম্মেলন। সম্মেলনে যোগ দেবেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল, প্রতিরক্ষা সচিব রাজেশ কুমার সিং, সেনা সর্বাধিনায়ক (চিফ অফ ডিফেন্স স্টাফ) জেনারেল অনিল চৌহান-সহ বাহিনীর তিন প্রধান-সহ শীর্ষকর্তারা। বৈঠকের লক্ষ্য, ভারতের সশস্ত্র বাহিনীর ‘সংস্কার, রূপান্তর ও পরিবর্তন’ বিষয়ে মতবিনিময়। পাশাপাশি পূর্বাঞ্চলীয় সীমান্ত নিরাপত্তা নিয়ে সেনা কর্তাদের সঙ্গে বৈঠক করারও কথা আছে মোদির।
রবিবার অসম সফর সেরে নির্ধারিত সময়ের থেকে বেশ কিছুটা পর দমদম বিমানবন্দরে নামেন প্রধানমন্ত্রী। তাঁকে স্বাগত জানাতে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় শিক্ষা এবং উত্তর-পূর্ব উন্নয়ন প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। দলীয় কোনও কর্মসূচি না থাকলেও মোদিকে দেখতে ভিড় ছিল বিজেপি সমর্থকদের। ভিড় দেখে গাড়ি থামিয়ে হাত নেড়ে জনসংযোগ সারেন মোদি। সেখান থেকে তাঁর ২৪ গাড়ির কনভয় পৌঁছয় রাজভবনে। সেখানেই রাত্রিবাস করেন তিনি। প্রধানমন্ত্রীর সঙ্গে রয়েছেন রাজনাথ সিংও। তিনি রাত কাটান ফোর্ট উইলিয়ামে।
সেনা সম্মেলন একটি দ্বিবার্ষিক প্রতিরক্ষা সংক্রান্ত শীর্ষস্তরীয় মতবিনিময়ের আসর। সোমবার সকালে সম্মেলনের উদ্বোধন করবেন মোদি। এরপর সেনাবাহিনীর শীর্ষকর্তাদের সঙ্গে সীমান্ত পরিস্থিতি, প্রতিরক্ষা পরিকাঠামো এবং যৌথ বাহিনীর ভবিষ্যৎ কৌশল নিয়ে আলোচনা হওয়ার কথা। মোদির এবারের সফরসূচিতে দলীয় কোনও কর্মসূচি না থাকলেও অমিতাভ চক্রবর্তীদের মতো রাজ্য বিজেপির কিছু কর্তা তাঁর সঙ্গে দেখা করার জন্য গত দু’দিন ধরে চেষ্টা করেছেন বলে খবর।
প্রসঙ্গত উল্লেখ্য, বিজয় দুর্গে মোদির এই বৈঠক অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন প্রতিরক্ষা বিশেষজ্ঞরা। একদিকে অশান্ত বাংলাদেশ। অন্যদিকে অস্থির চিন সীমান্ত। তার মধ্যে আবার নেপালে পালাবদল। দিনকয়েক আগে বাংলাদেশে বিমানঘাঁটি তৈরি করতে চলেছে চিন বলে একটি খবর ছড়ায়। ঘাঁটিটি নাকি আবার তৈরি হবে চিকেনস নেকের কাছেই। সবমিলিয়ে জাতীয় নিরাপত্তার ক্ষেত্রে বিরাট এক জটিল সমীকরণ তৈরি হয়েছে। পরিবর্ত পরিস্থিতিতে ‘তিন ফ্রন্টে’ পরিস্থিতি মোকাবিলায় সেনার স্ট্র্যাটেজি কী হবে, কতটা প্রস্তুত বাহিনী, তা এদিন খতিয়ে দেখবেন প্রধানমন্ত্রী। জানা যাচ্ছে, সেনার আধুনিকীকরণ এবং পরিকাঠামোগত সরলীকরণ নিয়েও এদিন আলোচনা হতে পারে। ‘সুপারস্পাই’ অজিত ডোভালের এই বৈঠকে থাকাও ইঙ্গিতবাহী বলেই মনে করছে সমর বিশেষজ্ঞরা।