• রাস্তা নাকি নদী? প্রবল বৃষ্টিতে বানভাসি হায়দরাবাদে নিখোঁজ তিন
    এই সময় | ১৫ সেপ্টেম্বর ২০২৫
  • দেশের বিভিন্ন জায়গায় এখন বর্ষা বিদায় নেয়নি। ভেসেছে মুম্বই-সহ দেশের বিস্তীর্ণ অঞ্চল। এ বার এক টানা বৃষ্টিতে বিপর্যস্ত হায়দরাবাদ শহরও। ২৪ ঘণ্টায় রেকর্ড পরিমাণ বৃষ্টি হায়দরাবাদ শহরে। আর তার জেরে বিপর্যস্ত নাগরিক জীবন।

    তেলঙ্গানা ডেভেলপমেন্ট প্ল্যানিং সোসাইটি সূত্রে খবর, রবিবার ১৪ সেপ্টেম্বর সকাল ৮টা থেকে সোমবার ১৫ সেপ্টেম্বর সকাল ৮টা পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী সিদ্দিপেটের নারায়ণরাওপেট এলাকায় সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছে। মোট বৃষ্টির পরিমাণ ২৪৫.৫ মিলিমিটার। এছাড়াও রঙ্গারেড্ডি এলাকার আবদুল্লাপুরমেট-ঠাঠিয়ানরম এলাকায় ১২৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড হয়েছে। হায়দরাবাদের মুশিরাপাট এলাকাতেও ১২৪ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে বলে জানা যাচ্ছে।

    মেঘভাঙা বৃষ্টিতে জলমগ্ন হয়ে পড়েছে শহরের গুরুত্বপূর্ণ রাস্তাগুলিও। গ্রেটার হায়দরাবাদ মিউনিসিপ্যাল কর্পোরেশনের মেয়র বিজয়লক্ষ্মী গাড়োয়াল জানিয়েছেন বিপর্যয় মোকাবিলা করার জন্য এবং বড় বিপদ আটকাতে বানজারা হিলস এলাকাতে কন্ট্রোল সেন্টার তৈরি করা হয়েছে। পাম্প চালিয়ে যত তাড়াতাড়ি সম্ভব জল নামানোর ব্যবস্থা হচ্ছে। পাশাপাশি যানজট এড়াতে গাড়ির অভিমুখ বদল করে অন্য রাস্তা দিয়ে নিয়ে যাওয়ার ব্যবস্থাও করা হয়েছে।

    প্রবল বৃষ্টিতে জলের তোড়ে দু'টি এলাকা থেকে তিনজন ভেসে গিয়েছেন। পারসিগুট্টা এলাকা থেকে সানি নামের এক ব্যক্তি ভেসে গিয়েছেন। একটি গির্জার কাছ থেকে তাঁর স্কুটারটি উদ্ধার করেছে বিপর্যয় মোকাবিলা বাহিনী। অন্যদিকে, নামপাল্লি এলাকা থেকে অর্জুন এবং রামা নামের দুই যুবক প্রবল জলের তোড়ে ভেসে গিয়েছেন। নিখোঁজ তিনজনের খোঁজে তল্লাশি চালাচ্ছে বিপর্যয় মোকাবিলা বাহিনী।

    হায়দরাবাদের বর্তমান পরিস্থিতি নিয়ে ক্ষুব্ধ বাসিন্দারা। তাঁদের অভিযোগ, বার বার প্রশাসনকে নিকাশি ব্যবস্থা সংস্কার করার আবেদন জানিয়েও বিশেষ লাভ হয়নি। প্রবল বৃষ্টিতে জল ঢুকেছে বাড়িতে, দোকানে। আবহাওয়া দপ্তর জানিয়েছে, এমনই পরিস্থিতি থাকবে আগামী ২৪ ঘণ্টাতেও। ফলে আশঙ্কায় রয়েছেন বাসিন্দারা।

  • Link to this news (এই সময়)