• ‘অনিবার্য কারণে শোভাবাজার থেকে দক্ষিণেশ্বর মেট্রো বন্ধ থাকবে’, ঘোষণা শুনে মাথায় হাত যাত্রীদের
    এই সময় | ১৫ সেপ্টেম্বর ২০২৫
  • ব্লু লাইন মেট্রো নিয়ে নাজেহাল যাত্রীরা। এরই মধ্যে সোমবার সপ্তাহের প্রথম কর্মব্যস্ত দিনে হঠাৎ স্টেশনে স্টেশনে শোনা গেল ঘোষণা, ‘অনিবার্য কারণে শোভাবাজার থেকে দক্ষিণেশ্বর মেট্রো বন্ধ থাকবে’। ঘোষণা শুনে কপালে হাত যাত্রীদের। যদিও কিছুক্ষণ পরে আবারও ঘোষণা করা হয়, পরিষেবা স্বাভাবিক। মেট্রো রেলের তরফে জানানো হয়েছে, ‘নোয়াপাড়া-দমদমের মাঝখানে লাইনে কিছু সমস্যা ছিল। এখন তা ঠিক হয়ে গিয়েছে। গাড়ি চলছে।’

    তবে ইদানিং যাত্রীরা অত্যন্ত বিরক্ত ব্লু লাইনে মেট্রোর পরিষেবা নিয়ে। তাঁদের অভিযোগ, প্রতিদিন অফিস টাইমে একই সমস্যায় পড়তে হচ্ছে। সময়ে মেট্রো প্ল্যাটফর্মে না ঢোকা রুটিন হয়ে গিয়েছে।

    যাত্রীদের আরও অভিযোগ, ইদানিং অধিকাংশ স্টেশনে ডিসপ্লে বোর্ড কাজ করছে না। ফলে পরবর্তী ট্রেন কখন আসবে বোঝাই যাচ্ছে না। মেট্রো স্টেশনে ঢোকার মুখে, টিকিট এরিয়া, প্ল্যাটফর্মে এই ডিসপ্লে বোর্ড লাগানো থাকে। কিন্তু সেই বোর্ডে মেট্রোর সময় দেখাচ্ছে না। ফলে যাত্রীরা বুঝতেই পারছেন না, মেট্রো রেলের সময় কখন।

    যাত্রীদের দাবি, গত কয়েক দিনে মেট্রোর সময় নিয়ে এত অভিযোগ উঠেছে যে, ডিসপ্লে বোর্ডকে অকেজো করে রাখা হয়েছে। যাত্রীরা সময় মতো মেট্রো রেল পাবেন না। কিছু বলতেও পারবেন না। এসপ্ল্যানেড শিয়ালদহ মেট্রোয় জুড়ে যাওয়ার পরে এমনিতেই ভিড় বেড়েছে পাতালপথে। তার উপরে আবার উৎসবের মরশুম। এই সময়ে মেট্রো ভোগালে গোলমাল বাড়বে বলেই মত তাঁদের।

  • Link to this news (এই সময়)