জোরালো ভূমিকম্পে কেঁপে উঠল নার্সিংহোম, দুলে উঠল সদ্যোজাতদের বেড, দুই নার্সের কীর্তি দেখে চোখ ছানাবড়া সকলের ...
আজকাল | ১৫ সেপ্টেম্বর ২০২৫
আজকাল ওয়েবডেস্ক: আচমকা ভূমিকম্প। জোরালো কম্পনে কেঁপে ওঠে গোটা শহর। সেই মুহূর্তে হাসপাতালও ওঠে। দুই নার্স বসেছিলেন সদ্যোজাতদের ঘরে। কম্পনে হাসপাতালের ঘরে সব দুলে উঠতেই কম্পন টের পান তাঁরা। তবে ভয়ে, আতঙ্কে তাঁরা পালিয়ে যাননি। বরং তিন সদ্যোজাতকে দুই হাত দিয়ে আগলে রাখলেন তাঁরা। যে মুহূর্তের ভিডিও হু হু করে ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়।
রবিবার সন্ধ্যায় অসমে শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়েছে। রিখটার স্কেলে যার মাত্রা ছিল ৫.৮। গতকাল ভূমিকম্প অনুভূত হয়েছে উত্তরবঙ্গ সহ উত্তর পূর্ব ভারতের বাকি রাজ্যগুলিতেও। সেই মুহূর্তেই অসমের নওগাঁ জেলার এক হাসপাতালের ভিডিও ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমে।
সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, ভিডিওটি আদিত্য নার্সিংহোমের। গতকাল বিকেল সাড়ে চারটে নাগাদ ৫.৮ মাত্রার ভূমিকম্পে দুলে ওঠে ওই নার্সিংহোম। একটি রুমেই ছিল তিন সদ্যোজাত। তাদের পাশেই বসেছিলেন দুই নার্স। ভূমিকম্পের সময় ওই ঘরের বেড, আলো, চেয়ার সব দুলে ওঠে। মুহূর্তের মধ্যে কম্পন টের পান নার্সেরা। তখনই ছুটে যান সদ্যোজাতদের বেডের কাছে। দুই হাত দিয়ে সদ্যোজাতদের আগলে রাখেন তাঁরা। নার্সিংহোমর ওই ভিডিওটি নিয়ে বর্তমানে জোর চর্চা সোশ্যাল মিডিয়ায়।
উল্লেখ্য, রবিবার বিকেল ৪.৪১ মিনিটে কম্পণ অনুভূত হয়েছে অসমে। বিশেষজ্ঞরা জানিয়েছেন, এই ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল উদালগুড়ি জেলায়। ভূমিকম্পের গভীরতা ছিল ৫ কিলোমিটার। অসম বিপর্যয় মোকাবিলা দপ্তরের তরফে জানানো হয়েছে, উদালগুড়ি জেলার এক গ্রামে এক হস্টেলের ছাদ ধসে পড়ে। তাতে দুই তরুণী আহত হয়েছেন। ওই জেলার আরও একাধিক ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।
প্রসঙ্গত, গত জুলাই মাসে এমনই এক দৃশ্য ধরা পড়েছিল অন্য এক শহরে। শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল সেই শহর। আতঙ্কে ছোটাছুটি সাধারণ মানুষের। মুহূর্তের মধ্যে জারি হল সুনামি সতর্কতাও। এই পরিস্থিতিতেও রাশিয়ার কামচাটকায় এক হাসপাতালের অপারেশন থিয়েটারে বিস্ময়কর চিত্র। ভূমিকম্পের মধ্যেও সার্জারি করলেন চিকিৎসকরা। তাঁদের সহায়তা করলেন বাকি নার্সও।
রাশিয়ার কামচাটকায় ভয়াবহ ভূমিকম্পের পর একাধিক ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। যার মধ্যে সবচেয়ে বেশি নজর কেড়েছে কামচাটকার হাসপাতালে চিকিৎসকদের কাণ্ড। যে ভিডিওটি ইতিমধ্যেই হু হু করে ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। দেখে চোখ ছানাবড়া নেটিজেনদেরও। যদিও ভিডিওর সত্যতা যাচাই করেনি আজকাল ডট ইন।
সদ্য ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, কামচাটকায় ৮.৮ মাত্রার জোরালো ভূমিকম্পের সময় কেঁপে ওঠে ওই হাসপাতালের অপারেশন থিয়েটার। রীতিমতো দুলতে শুরু করে অপারেশন থিয়েটারের বেড, আলো, জিনিসপত্র। কোনও মতে বেডটি ধরে রাখার চেষ্টা করেন নার্সরা। কাঁপতে কাঁপতেই সার্জারি করেন চিকিৎসকরা। প্রাকৃতিক বিপর্যয়ের মধ্যেও নিজের কর্তব্যে অটল তাঁরা। সার্জারি শেষ করে তবেই অপারেশন থিয়েটার থেকে বের হন তাঁরা।
স্বাস্থ্য মন্ত্রী ইতিমধ্যেই জানিয়েছেন, 'শক্তিশালী ভূমিকম্পের মধ্যে কামচাটকার চিকিৎসকরা শান্ত হয়ে কর্তব্যে অটল। এই পরিস্থিতিতেও সার্জারি থামাননি। সার্জারির শেষ পর্যন্ত রোগীর সঙ্গেই ছিলেন তাঁরা। বর্তমানে রোগীর শারীরিক অবস্থা স্থিতিশীল।' ভিডিওটি এক্স হ্যান্ডেলে ছড়িয়ে পড়েছে। কয়েক লক্ষ মানুষ সেটি দেখেছেন।