আত্মীয়ের শেষকৃত্য সেরে আর বাড়ি ফেরা হল না, ভয়াবহ পথ দুর্ঘটনায় শেষ দুই পরিবার ...
আজকাল | ১৫ সেপ্টেম্বর ২০২৫
আজকাল ওয়েবডেস্ক: আত্মীয়ের শেষকৃত্য সেরে ফিরছিলেন পরিবারের সদস্যরা। কিন্তু তাঁদেরও বাড়ি ফেরা হল না। পথেই সব শেষ হল। ভয়ঙ্কর গাড়ি দুর্ঘটনায় প্রাণ হারালেন দুই পরিবারের মোট সাতজন সদস্য। আহত হয়েছেন অনেকেই। সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, ঘটনাটি ঘটেছে জয়পুরে। ওই দুই পরিবারের সদস্যরা হরিদ্বার থেকে ফিরছিলেন। সেদিন তাঁদের এক আত্মীয়র শেষকৃত্য সম্পন্ন হয়। তিনি অসুস্থ হয়েই মারা যান। সেই আত্মীয়ের শেষকৃত্যের পরেই বাড়ির উদ্দেশে রওনা দেন তাঁরা।
আচমকাই গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এরপর জলমগ্ন রিং রোডের আন্ডারপাসে উল্টে যায় গাড়িটি। পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার গভীর রাতে শিবদাসপুরা থানার অন্তর্গত এলাকায় দুর্ঘটনাটি ঘটেছে। গাড়িটি বেপরোয়া গতিতে যাচ্ছিল বলেই জানা গেছে। আচমকা নিয়ন্ত্রণ হারিয়ে একটি ডিভাইডারে ধাক্কা মারে। তারপর রিং রোডে ১৬ ফুট গভীর খাদে গড়িয়ে পড়ে।
রবিবার ভোররাতে স্থানীয়রা দুমড়ে মুচড়ে যাওয়া গাড়িটি দেখেই পুলিশে খবর দেন। তড়িঘড়ি করে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। কয়েক ঘণ্টা উদ্ধারকাজ চালানোর পর গাড়ি ও যাত্রীদের উদ্ধার করা হয়। পুলিশ আধিকারিক সৌরেন্দ্র সাইনি জানিয়েছেন, গাড়ির ভিতরে সাতজন যাত্রীই ঘটনাস্থলে মারা যান। তাঁদের দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। মৃতদের মধ্যে দুই নাবালক রয়েছে।
পুলিশ আধিকারিক আরও জানিয়েছেন, দুর্ঘটনাটি কখন ঘটেছে, তার সঠিক সময় জানা যায়নি। কয়েক ঘণ্টা পরে স্থানীয় বাসিন্দারা দেখেই পুলিশে খবর পাঠান। পরিবারের সদস্যরা হরিদ্বারে গিয়েছিলেন। সেখান থেকে জয়পুরে নিজেদের বাড়িতে ফিরছিলেন। মাঝ পথেই দুর্ঘটনায় সকলের প্রাণ যায়।
প্রসঙ্গত, গত জুলাই মাসেই এক জন্মদিনের পার্টি থেকে ফেরার পথে দুর্ঘটনায় এক পরিবারের সকল সদস্যের মৃত্যু হয়েছিল। জন্মদিনের পার্টিতে তুমুল হুল্লোড়। গানবাজনা, খাওয়াদাওয়ায় মেতেছিলেন সকল আত্মীয়স্বজন। মাঝরাতে এক পরিবারের কয়েকজন সদস্য ফিরছিলেন বাড়িতে। মাঝপথেই ঘটল বিপত্তি। পথ দুর্ঘটনায় এক পরিবারের সকল সদস্যের জীবন শেষ।
যাত্রীবাহী একটি গাড়ির মুখোমুখি সজোরে সংঘর্ষ হয়েছিল একটি বাইকের। সংঘর্ষের পরেই গাড়িটি উল্টে পড়ে ক্যানেলে। গাড়িটি ডুবে যেতেই যাত্রীরা আর কেউ পালানোর পথ পাননি। বন্ধু গাড়ির মধ্যে দমবন্ধ হয়েই মৃত্যু হয়েছে তাঁদের সকলের। অন্যদিকে দু'জন বাইক আরোহী প্রাণে বাঁচলেও, গুরুতর আহত হয়েছেন।
সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রের নাসিককে। বুধবার পুলিশ জানিয়েছে, গভীর রাতে দুর্ঘটনাটি ঘটেছে দিনদরি শহরের কাছে। নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী অল্টো গাড়ির সঙ্গে মুখোমুখি সজোরে সংঘর্ষ হয় একটি বাইকের। রাস্তাটির পাশেই ছিল একটি খাল। বৃষ্টির জেরে সেটিতে জলে পরিপূর্ণ ছিল। সংঘর্ষের পর গাড়িটি পাক খেয়ে খালের জলে পড়ে যায়। মুহূর্তের মধ্যে ডুবে যায় সেটি। গাড়ির যাত্রীরাও দরজা খুলে আর বের হতে পারেননি। বন্ধ গাড়ির মধ্যে সকলের মৃত্যু হয়।
পুলিশ জানিয়েছে, বিকট শব্দ শুনে স্থানীয়রা ছুটে আসেন। তাঁরাই প্রথমে খবর দেন পুলিশে। ঘটনাস্থলে পৌঁছে পুলিশ যাত্রীবাহী গাড়িটি উদ্ধার করে। একে একে বের করা হয় মৃতদেহগুলি। দুর্ঘটনায় ওই গাড়ির সাতজন সদস্যের মৃত্যু হয়েছে। মৃতদের তালিকায়, তিনজন মহিলা, তিনজন পুরুষ ও দু'বছরের একটি শিশুও রয়েছে। মৃতদেহগুলি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।