• জন্মদিনের পার্টিতে বন্ধুর সঙ্গে ঘনিষ্ঠ? ভিডিওতে স্ত্রীকে দেখতে পেয়েই রাগে উন্মত্ত হয়ে স্বামী যা করলেন.......
    আজকাল | ১৫ সেপ্টেম্বর ২০২৫
  • আজকাল ওয়েবডেস্ক: সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ফেসবুকে এক জন্মদিনের পার্টির ভিডিওতে নিজের স্ত্রীকে দেখেছিলেন ব্যক্তি। সেই ভিডিও থেকেই ঘটে গেল এক নৃশংস খুনের ঘটনা। গোয়ালিয়রে দিনেদুপুরে ব্যস্ত রাস্তায় স্ত্রীকে প্রকাশ্যে গুলি করে খুন করল স্বামী বলে অভিযোগ। জানা যাচ্ছে, জন্মদিনের পার্টির ভিডিও দেখার পর ক্ষোভে উন্মত্ত হয়েই স্ত্রীকে খুন করে বসেছেন ওই ব্যক্তি। পুলিশ জানিয়েছে, অভিযুক্তের নাম অরবিন্দ পারিহার এবং নিহত মহিলার নাম নন্দিনী পারিহার। পুলিশ সূত্রে জানা গিয়েছে, চার দিন আগে ফেসবুকে আপলোড করা একটি ভিডিও দেখে ক্ষিপ্ত হয়ে ওঠেন অরবিন্দ। সেই ভিডিওতে দেখা যায়, নন্দিনী তাঁর বন্ধু অঙ্কুশ পাঠকের জন্মদিনের অনুষ্ঠানে যোগ দিয়েছেন। নন্দিনীর সঙ্গে অঙ্কুশের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে বলে অভিযোগ ওঠে।

    পুলিশ সূত্রে খবর, এতে অরবিন্দ নামে ওই ব্যক্তির রাগ আরও বেড়ে গিয়েছিল। শুক্রবার নন্দিনী তাঁর স্বামীর বিরুদ্ধে অভিযোগ জানাতে এসপি অফিস থেকে বের হওয়ার পর রিকশায় উঠেছিলেন বন্ধু অঙ্কুশ ও কল্লুকে নিয়ে। ঠিক সেই সময় অরবিন্দ আরেকটি রিকশায় এসে তাদের পথ আটকায় এবং পাঁচ রাউন্ড গুলি চালায় বলে অভিযোগ। ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন নন্দিনী। জানা গিয়েছে, অরবিন্দ ও নন্দিনী ২০২৩ সালে আর্য সমাজ মন্দিরে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন। কিন্তু বিয়ের কিছুদিন পরই তাঁদের সম্পর্কে চিড় ধরে। নন্দিনী জানতে পারেন, অরবিন্দের এক বিবাহিত বান্ধবী এবং একটি সন্তান রয়েছে।

    এর পর থেকেই দু’জনের মধ্যে ঝামেলা শুরু হয়। অভিযোগ, অরবিন্দ তাকে গাড়ি দিয়ে চাপা দেওয়ার চেষ্টা করে। ওই ঘটনায় গ্রেপ্তার হলেও জামিনে ছাড়া পেয়ে ফের শুরু হয় স্ত্রীয়ের প্রতি অত্যাচার। গত মঙ্গলবার নন্দিনী এসপি অফিসে গিয়ে গণমাধ্যমকে জানিয়েছিলেন, ‘আমার স্বামী এআই ব্যবহার করে আমার অশ্লীল ছবি ও ভিডিও বানিয়ে ছড়িয়ে দিচ্ছে। তার এক স্ত্রী, এক সন্তান এবং এক বান্ধবী রয়েছে। সে আমাকে গাড়ি চাপা দিয়ে মারার চেষ্টা করেছে। আমি এফআইআর করার পর সে জেলে যায়, কিন্তু বেরিয়ে এসে আবার আমাকে হয়রানি করছে, সমঝোতার জন্য চাপ দিচ্ছে। যে-ই আমাকে সমর্থন করে তাকেও হুমকি দিচ্ছে। কেউ আমার কথা শুনছে না।’

    শুক্রবার দুপুরে যখন নন্দিনী রিকশায় যাচ্ছিলেন, তখন অরবিন্দ তাদের থামিয়ে রাস্তায় দাঁড়িয়েই গুলি চালায় বলে অভিযোগ। পুলিশ জানিয়েছে, খবর পেয়ে ঘটনাস্থলে এসে পৌঁছালে পুলিশকেও দেশি আগ্নেয়াস্ত্র দেখিয়ে হুমকি দেয় অভিযুক্ত। পরে তাকে কাবু করে গ্রেপ্তার করা হয় বলে সূত্র মারফত জানা গিয়েছে। আহত নন্দিনীকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হলেও দু’ঘণ্টা পর মৃত্যু হয় তার। বিশ্ববিদ্যালয় থানা এলাকার অন্তর্গত এই ঘটনার খবর নিশ্চিত করেছেন পুলিশ আধিকারিক হিনা খান। তিনি বলেন, ‘স্বামী নিজের স্ত্রীকে গুলি করে খুন করেছে। মামলা দায়ের হয়েছে এবং অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। মহিলাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল, কিন্তু দু’ঘণ্টার মধ্যে তিনি মারা যান। বর্তমানে তিনি স্বামীর থেকে আলাদা থাকতেন এবং দিল্লিতে কাজ করতেন। ঘটনার সময় তার সঙ্গে থাকা দুই সঙ্গী প্রত্যক্ষদর্শী হিসেবে এফআইআরে অভিযোগকারী।’
  • Link to this news (আজকাল)