ভিঞ্চির মোনালিসা এবার ওমলেটে! ডিমের কুসুম দিয়ে যুবকের নিখুঁত কাজ দেখে মুগ্ধ নেটিজেনরা...
আজকাল | ১৫ সেপ্টেম্বর ২০২৫
আজকাল ওয়েবডেস্ক: সোশ্যাল মিডিয়ায় নিত্যদিন নানা ধরনের ভিডিও ভাইরাল হয়। অনেকেরই সৃষ্টিশীলতা দেখে মুগ্ধ হয়ে যান নেটিজেনরা। কখনও নাচের, কখনও বা গানের, কখনও কখনও আবার ছবি দেখেও মুগ্ধতা প্রকাশ করেন সকলে। কিন্তু জানেন কি, খাবারের মধ্যে ছবি আঁকা যায়? তাও আবার ডিম দিয়ে? যে ভিডিও ঘিরে সম্প্রতি জোর চর্চা সোশ্যাল মিডিয়ায়।
দিন কয়েক আগেই একটি ভিডিও সমাজমাধ্যমে ছড়িয়ে পড়েছে। যেখানে দেখা গেছে, লিওনার্দো দা ভিঞ্চির কালজয়ী সৃষ্টি মোনালিসা এবার ফুটে উঠেছে ডিমের ওমলেটে। তাও আবার নিখুঁত। যে যুবক এই মোনালিসা আঁকা ওমলেট বানিয়েছেন, তা কাজ দেখে থ হয়ে গেছেন নেটিজেনরা। মুগ্ধতা প্রকাশ না করে পারেননি হাজার হাজার মানুষ।
সোশ্যাল মিডিয়ায় ভাইরাল সেই ভিডিওতে দেখা গেছে, ডিমের কুসুম দিয়ে গরম প্যানে মোনালিসার মুখ আঁকছেন তিনি। প্যানটি গরম থাকায় কিছুক্ষণের মধ্যে সেটি খয়েরি রঙের হয়ে ওঠে। এরপর ডিমের সাদা অংশটি ওই প্যানে ঢেলে দেন। ওমলেটের নীচের অংশে কেবলমাত্র মোনালিসার আঁকাটি ছিল। ওমলেটে মোনালিসার পোর্ট্রেটের নিখুঁত কাজটির ভিডিওটি প্রথম থেকেই ক্যামেরাবন্দি করেছেন।
ভিডিওটি ইতিমধ্যেই কয়েক লক্ষ মানুষের কাছে পৌঁছেছে। হাজার হাজার মানুষ লাইক ও কমেন্টে ভরিয়ে দিয়েছেন পোস্টটি। একজন লিখেছেন, 'একেই বলে শিল্প! এমন কাজ রোজ ভাইরাল হোক সোশ্যাল মিডিয়ায়।' একজন মজা করে লিখেছেন, 'যেন এগ-লিসা। এবার বিদেশি রেস্তোরাঁও এই আইডিয়া চুরি করতে পারে।' আবার একজন লিখেছেন, 'ওমলেট দা ভিঞ্চি!'
তবে ডিম নানা ধরনের রান্নার ভিডিও প্রায়ই ছড়িয়ে পড়ে সমাজমাধ্যমে। গরম গরম, ধোঁয়া ওঠা অমলেটের স্বাদ পেতে কে না চান! কেউ বানান ঘি দিয়ে, কেউ বা বাটার দিয়ে, কেউ কেউ আবার তেল দিয়েও অমলেট বানিয়ে খান। কিন্তু ঠান্ডা পানীয় দিয়ে অমলেট বানানোর কথা আগে কখনও শুনেছেন কি? সম্প্রতি তেমনই একটি ভিডিও ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। যা দেখে রীতিমতো নাক সিঁটকাচ্ছেন নেটিজেনরা।
ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গেছে, রাস্তার ধারে একটি ছোট্ট দোকানে ব্যাপক ভিড়। সকলেই অমলেট খাওয়ার জন্য মুখিয়ে আছেন। তবে যে-সে অমলেট না। ওই দোকানে দেদার বিকোচ্ছে কোল্ড ড্রিঙ্ক অমলেট। ভিডিওতে দেখা গেছে, প্রথমে স্টিং নামের একটি লাল রঙের এনার্জি ড্রিঙ্ক ফ্রাইং প্যানে দেন রাঁধুনি। এরপর তাতে আটটি ডিম ফাটিয়ে খানিকক্ষণ নাড়াচাড়া করেন। হালকা ভাজার পর তাতে লঙ্কা, পেঁয়াজ, ধনেপাতা, টমেটো কুচিকুচি করে কেটে আবারও ভাল করে নাড়াচাড়া করেন। এরপর বড় প্লেটে সেটি পরিবেশন করেন।
ইনস্টাগ্রামের এই ভাইরাল ভিডিওটি ইতিমধ্যেই ৪৪ মিলিয়ন মানুষ দেখেছেন। সকলেই দেখে বিরক্ত প্রকাশ করেছেন। একজন লিখেছেন, 'খাবারটি দেখেই গা গুলিয়ে উঠছে। কখনই চেখে দেখব না।' কেউ আবার লিখেছেন, 'ভাইরাল হওয়ার জন্য আজকাল যা খুশি করছেন লোকজন। যে খাবারে স্বাদ নেই, তার জন্য এত ভিড় কেন হবে?' কেউ আবার জিজ্ঞেস করেছেন, 'কোল্ড ড্রিঙ্ক অমলেট খেয়ে আদৌ কেউ সুস্থ আছেন কি না, তা জানতে ইচ্ছে করছে।'