• কোলে সদ্যজাত, চিন্তা আরও হাজার হাজার শিশুদের নিয়ে, ৩০ লিটার স্তনদুগ্ধ দান জ্বালার...
    আজকাল | ১৫ সেপ্টেম্বর ২০২৫
  • আজকাল ওয়েবডেস্ক: মাতৃদুগ্ধ। এক শিশুর বেঁচে থাকার প্রধান উপাদান। তবে নানা কারণে, বিশ্বের বহু শিশুই প্রয়োজনের সময়ে মাতৃদুগ্ধ পর্যাপ্ত পরিমাণে পায় না। এই প্রসঙ্গে বিশ্ব জুড়েই নানা ভাবনা চিন্তা হয়েছে, পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। ব্লাড ব্যাঙ্কের মতোই তৈরি হয়েছে মিল্ক ব্যাঙ্কও। এবার এই প্রসঙ্গেই বড় ভাবনার কথা সামনে এল বিশিষ্ট ব্যাডমিন্টন তারকা জ্বালা গুট্টার। কোলে সদ্যজাতকে নিয়ে এবার বড় সিদ্ধান্ত। দান করলেন নিজের ৩০ লিটার স্তনদুগ্ধ। সর্বভারতীয় সংবাদ মাধ্যম সূত্রে তথ্য তেমনটাই।

    তাঁর এই সিদ্ধান্তে, সহায়তা হতে পারে বহু বহু নবজাতকের। স্বাভাবিক ভাবেই এই তথ্য সামনে আসতেই প্রশংসার ঝড়। এই প্রসঙ্গেই উল্লেখ্য, এপ্রিলেই সন্তান জন্ম দিয়েছেন জ্বালা। মেয়ের জন্মের পরেই, কোলে সদ্যজাতকে নিয়ে, আরও বহু সদ্যজাতর জন্য তাঁর এই ভাবনা প্রশংসিত হয়েছে, সমাদৃত হয়েছে। 

    এই প্রসঙ্গে তথ্য জ্বালা নিজেই সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন। একটি পোস্টে তিনি লিখেছেন, 'মাতৃদুগ্ধ জীবন বাঁচায়। সময়ের আগে জন্মগ্রহণকারী এবং অসুস্থ শিশুদের জন্য, দাতার দুগ্ধ জীবন বদলে দিতে পারে। আপনি যদি দান করতে সক্ষম হন, তাহলে আপনি অভাবী পরিবারের জন্য একজন হিরো হতে পারেন। বিষয়টি সম্পর্কে আরও জানুন, কথাটি শেয়ার করুন এবং মিল্ক ব্যাঙ্কগুলিকে সহায়তা করুন।'  আগস্ট মাসের ১৭ তারিখে তিনি এই পোস্ট করেন। 

    তথ্য, জ্বালা ৩০ লিটার স্তন্দুগ্ধ দান করেছেন। এই উদ্যোগের লক্ষ্য, মাতৃহীন শিশুদের পাশাপাশি হাসপাতালে ভর্তি থাকা, গুরুতর অসুস্থ শিশুদের সাহায্য করা। জানা গেছে, গত চার মাস ধরে তিনি নিয়মিত স্তনদুগ্ধ দান করেছেন। তাঁর এই উদ্যোগ অনলাইনে ব্যাপকভাবে প্রশংসিত হয়েছে। নেটিজেনরা প্রশস্তিতে ভরিয়ে দিয়েছেন জ্বালাকে।

    একজন ব্যবহারকারী মন্তব্য করেছেন, 'তিনি অনেক শিশুর মা।' অন্য একজন ব্যবহারকারী লিখেছেন, 'একটি দুর্দান্ত অবদান, খুব কম মানুষই এই ধরনের ভাল কাজ করতে পারেন। তা৬ড় অবদান বহু শিশুর উপকার করবে।' একজন ব্যক্তি এর স্বাস্থ্যগত সুবিধাগুলি তুলে ধরে বলেছেন। বলেছেন, 'মতৃদুগ্ধে DHA থাকে, যা গুঁড়ো বা অন্যান্য দুগ্ধজাত দুধে পাওয়া যায় না। DHA বাচ্চাদের সামগ্রিক শারীরিক এবং জ্ঞানীয় বিকাশের জন্য প্রয়োজনীয়। তাই, এই মহৎ কাজটি করার জন্য আপনাকে ধন্যবাদ।'

    জ্বালা এবং বিষ্ণু ২২ এপ্রিল, ২০২১-এ বিয়ে করেন। ঠিক চার বছর পর, তাদের বিবাহবার্ষিকীতে, জন্ম নেয় তাঁদের মেয়ে, মীরা। বিষ্ণু সোশ্যাল মিডিয়ায় সসেই বার্তা শেয়ার করেছিলেন সকলের সঙ্গে। তারপ্রেই সামনে এল জ্বালার এই সিদ্ধান্তের কথে। 
  • Link to this news (আজকাল)